For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোদী, ফের নিশানায় তেজস্বী

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোদী, ফের নিশানায় তেজস্বী

  • |
Google Oneindia Bengali News

বিহারে প্রথম দফার নির্বাচনের পর দ্বিতীয় দফার আগেও ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক বিরোধী কোনও পক্ষও। এমতাবস্থায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রবিবার ফের ময়দানে নামতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখান থেকেই বিহারের বিরোধী মহাজোটকে একহাত নিলেন মোদী।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে রবিবার শেষ মহূর্তের প্রচারে ঝড় তুললেন মোদী

দ্বিতীয় দফার নির্বাচনের আগে রবিবার শেষ মহূর্তের প্রচারে ঝড় তুললেন মোদী

রবিবার বিহারের সমস্তিপুর, মোতিহারি এবং বাগাহা-তে পর পর জনসভা করেন মোদী। প্রতিটি জনসভাতেই আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এমনকী টেনে আনেন অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর প্রসঙ্গও। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৩ নভেম্বর ও ৭ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচন রয়েছে বিহারে।

 মোদীর নিশানায় তেজস্বী

মোদীর নিশানায় তেজস্বী

এদিন মোতিহারির জনসভা থেকে তেজস্বী যাদবকে জঙ্গলরাজের যুবরাজ বলেও আখ্যা দেন মোদী। বিহারে বিগত বছরগুলিতে আরজেডি শাসন প্রসঙ্গে কড়া সমালোচনা করে মোদীকে বলতে শোনা য়ায়, " ওরা যদি আবার ফিরে আসে তবে বিহারে জঙ্গলরাজ ফিরে আসবে। ওরা কখনওই বিহারবাসীর সুবিধা-অসুবিধার কথা ভাবেনি। উল্টে নিজেদের আখেড় গোছাতেই ব্যস্ত থেকেছে। যার ফলে দীর্ঘদিন থেকেই উন্নয়নের রাস্তা থেকে শত যোজন পিছনে পরে থেকেছে বিহার। "

 নকশালদের হাত ধরেই বিহারে জঙ্গলরাজ ফেরানোর চক্রান্ত চালাচ্ছে বিরোধীরা

নকশালদের হাত ধরেই বিহারে জঙ্গলরাজ ফেরানোর চক্রান্ত চালাচ্ছে বিরোধীরা

এখানেই না থেমে চলতি নির্বাচনে বিরোধী শিবিরে সিপিআইএমএল-র উপস্থিতি নিয়েও তোপ দাগতে দেখা যায় মোদীকে। বিরোধী মহাজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদীকে বলতে শোনা যায়, " জঙ্গলরাজের হাত ধরেই বিহারে সমস্ত শিল্প এমনকী চিন কলগুলিও বন্ধ হয়ে গেছে। এমনকী যারা দেশকে ভেঙে টুকরো টুকরো করার ডাক দেয় সেই সমস্ত নকশাল সমর্থকেরাও আবার বিরোধী জোটে হাত মিলিয়েছে। বিহারে জঙ্গলরাজ পুনঃপ্রতিষ্ঠা করতেই তারা এই কারসাচি করেছে।"

দ্বিতীয় দফায় ৯৪ টি আসনে ভোট গ্রহণ বিহারে

দ্বিতীয় দফায় ৯৪ টি আসনে ভোট গ্রহণ বিহারে

প্রসঙ্গত উল্লেখ্য দ্বিতীয় দফার নির্বাচনে ৯৪ টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে বিহারে। তার আগে এদিন বিহারের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র সমস্তিপুর থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়েও আত্মতুষ্টির সুর শোনা যায় মোদীর গলায়। মোদীর সাফ বক্তব্য, " আয়ুষ্মাণ ভারত যোজনা হোক বা স্বচ্ছ ভারত প্রকল্প, সাধারণ মানুষের জন্য আনা সমস্ত প্রকল্প নিয়েই ওরা মশকরা করে। অথচ বাস্তবের মাটিতে কোনও কাজই এতদিন ওরা করতে পারেনি। শুধু মাত্র ভোট এলেই ওদের গরীবদের জন্য সহানুভূতি উথলে ওঠে।"

বঙ্গভুক্তির ৬৫ বর্ষে পদার্পণ পুরুলিয়ার, উঠল যেসব দাবিবঙ্গভুক্তির ৬৫ বর্ষে পদার্পণ পুরুলিয়ার, উঠল যেসব দাবি

English summary
Modi's last-minute campaign ahead of the second round of voting, targeting the opposition grand alliance in bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X