For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদী আমাকে হুমকি হিসেবে দেখেন, ভোটের আগে আর যা বললেন রাহুল

রাহুল গান্ধীর দাবি, প্রধানমন্ত্রী মোদী তাঁকে প্রধানমন্ত্রীর চেয়ারের জন্য হুমকি হিসেবে দেখেন। আসল সমস্যাগুলি এড়িয়ে গিয়ে ভোটারদের বিভ্রান্ত করতে চান।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ভয় পান। প্রধানমন্ত্রীর আসনটার জন্য তাঁকে হুমকি মনে করেন। তাঁর ইতালীয় উৎস নিয়ে কথা বলে, তাকে "নির্বাচনী হিন্দু" আখ্যা দিয়ে, আসল সমস্যাগুলি এড়িয়ে গিয়ে ভোটারদের বিভ্রান্ত করতে চান। কর্ণাটকে নির্বাচনী প্রচারের শেষদিনে বেঙ্গালুরুর সাংবাদিক বৈঠকে এভাবেই প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী মোদী আমাকে হুমকি হিসেবে দেখেন

দিন তিনেক আগেই রাহুল মন্তব্য করেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে তাঁর দল সংখ্যা গরীষ্ঠতা পেলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। যা নিয়ে পরের দিনই কর্ণাটকের এক নির্বাচনী সভায় মোদী কটাক্ষ করে বলেন, রাহুলের একমাত্র বাসনা প্রধানমন্ত্রী হওয়া। তিনি মনে করেন এই পদটা বোধহয় গান্ধী পরিবারের জন্য সংরক্ষিত। এই কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী আমায় হুমকি হিসেবে মনে করেন। তাই তার আমার ওপর খুব রাগ। শুধু আমার এপর নয়, মোদিজী সবার ওপরেই রেগে থাকেন। আমি তাঁর রাগের একটা লাইটনিং রড (বাজ পড়ার হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে যে ধাতব দন্ড লাগানো থাকে)। তবে আমি তাকে (আমাকে) ধ্বংস করতে দেব না, (আমার মনে) রাগও জন্মাতে দেব না।'

এই সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ করেন নরেন্দ্র মোদী নানা চমক চটক দিয়ে মানুষকে ভোলাতে চান, প্রকৃত সমস্যাগুলো নিয়ে তাঁর কোনও বক্তব্য থাকে না। তিনি বলেন, 'মনে রাখতে হবে এই নির্বাচন আমার বা প্রধানমন্ত্রীর জন্য, এটা কর্ণাটকের জনগণের বিষয়। প্রধানমন্ত্রীর ভাষণ জনগণের পক্ষে অসম্মানজনক। তিনি সভা থেকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, কিন্তু উন্নয়ন বা কর্মসংস্থানের মতো বিষয়, যা কর্ণাটকের জনগন শুনতে চান তা নিয়ে মুখে রা-টি কাড়েন না। ওনার মুখে সিপ্লেন, বুলেট ট্রেন নিয়ে অনেক কথা, কিন্তু কৃষকদের সাহায্য করা নিয়ে একটিও কথআ বেরোয় না।'

পাশাপাশি তাঁর অভিযোগ আরএসএস কর্ণাটকের অন্তরাত্মাকে নষ্ট করে দিতে চাইছে। তুলে আনেন দ্বাদশ শতাব্দীর ভক্তি আন্দোলনের কবি বাসবান্নার কথা। তিনি বলেন, 'এই নির্বাচন বাসবান্নার স্পিরিট বনাম আরএসএস-এর লড়াই। আরএসএস আপনাদের রাজ্যে ঘাঁটি গাড়তে চাইছে। আপনাদের ভাষা, আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের জীবন দর্শন সব পাল্টাতে চাইছে। আর আমরা তাদেরকে ঠেকাতে চাইছি।'

আরএসএস প্রসঙ্গেই আসে রাহুলের মন্দির দর্শন প্রসঙ্গ। নরেন্দ্র মোদী তথা বিজেপির অভিযোগ, নির্বাচন সামনে এলে তবেই রাহুলের মন্দিরে মন্দিরে যাওয়া শুরু হয়। এনিয়ে মোদী ও বিজেপি নেতারা তাকে 'নির্বাচন হিন্দু' বলে কটাক্ষও করে থাকে। এ সম্পর্কে রাহুলের বক্তব্য, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মবিশ্বাসে নিজেদের প্রকাশ করে থাকে। নেতা হিসেবে তাঁর কর্তব্য সবার পাশে থাকা। তিনি গত ১৫ বছর ধরেই মন্দির সহ সব ধর্মস্থলেই যান।

নির্বাচনী সমাবেশে মোদী সোনিয়া গান্ধীর ইতালীয় নাম 'মাইনো' তুলে রাহুলে ইতালীয় উৎস নিয়ে কটাক্ষ করেছিলেন। তা নিয়ে কংগ্রেস সভাপতি বলেন, 'অবশ্যই আমার মা ইতালীয়। তিনি জীবনের বেশিরভাগ সময় ভারতে কাটিয়েছেন, আমি অনেক ভারতীয় দেখেছি, যআদের থেকে তিনি অনেক বেশি ভারতীয়। তিনি এদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক যন্ত্রনা ভোগ করেছেন। মোদীর এই ধরনের মন্তব্যেই তিনি কী ধরনের প্রধানমন্ত্রী তা বোঝা যায়।'

English summary
Rahul Gandhi claims that prime minister Modi sees him as a threat to the chair.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X