For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাসি মহিলার অপমানের ঘটনায় বিপাকে দিল্লির গল্ফ ক্লাব, রিপোর্ট তলব খোদ নরেন্দ্র মোদীর

ঐতিহ্যবাহী 'খাসি' উপজাতির পোশাক পরেছিলেন, আর তার জন্যই এক মহিলাকে দিল্লি গল্ফ ক্লাব থেকে বের করে দেওয়া হয়। এই অভিযোগ জানিয়ে, ওই মহিলা দ্বারস্থ হন প্রধানমন্ত্রীর দফতরে।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহ্যবাহী 'খাসি' উপজাতির পোশাক পরেছিলেন, আর তার জন্যই এক মহিলাকে দিল্লি গল্ফ ক্লাব থেকে বের করে দেওয়া হয়। এই অভিযোগ জানিয়ে, ওই মহিলা দ্বারস্থ হন প্রধানমন্ত্রীর দফতরে। আর ঘটনার অভিযোগ পেয়ে, দিল্লি গল্ফ ক্লাবকে চিঠি পাঠালো PMO (প্রধান মন্ত্রীর দফতর)।

তাইলিন লিংডোহ , উত্তর পূর্বের মেঘালয়ের বাসিন্দা। ঐতিহ্য়বাহী খাসি পোশাক জৈনসেম পরে তিনি , দিল্লি গল্ফ ক্লাবের ডাইনিং হলে তত্ত্বাবধানের কাজ করছিলেন। আর এই পোশাক দেখেই তাঁকে অপমানজনকভাবে সেখানে থেকে বের হয়ে যেতে বলে ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য সেখানে সেই সময়ে উপস্থিত ছিলেন বহু ধনী ও ক্ষমতাশালী মানুষজন।

খাসি মহিলার অপমানের ঘটনায় বিপাকে দিল্লির গল্ফ ক্লাব, রিপোর্ট তলব খোদ নরেন্দ্র মোদীর

তাইলিনের অভিযোগরে প্রেক্ষিতে ঘটনার কথা জানানো হয় প্রধানমন্ত্রীকে । এরপরই গ্লফক্লাবকে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর দফতর। চিঠিতে জানতে চাওয়া হয় , তিলিনের সাথে কেন এই ব্যবহার করা হয়েছে। যার উত্তরে ওই ক্লাবটি ক্ষমা চায় তিলিনের কাছে।

৫১ বছর বয়সী তাইলিনের দাবি , খাসি পোশাকে তাঁকে পরিচালিকার মতো দেখতে লাগছিল বলে তাঁকে সেখানে অপমান করা হয়। উল্লেখ্য এই গল্ফ ক্লাবকে , গল্ফ কোর্ট খুবই কম দামে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই গল্ফক্লাবের যেকোনও বিষয়ে বলার জায়গা রয়েছে মন্ত্রকের।

English summary
Prime Minister Narendra Modi’s office has asked for a report on the Delhi Golf Club staff misbehaving and throwing out a woman wearing a traditional Khasi dress, sources saidTailin Lyngdoh, who hails from the northeastern state of Meghalaya and was wearing a jainsem, was on June 25 allegedly asked to leave the dining hall of the club, the haunt of the rich and the powerful. The 51-year-old governess was allegedly told she looked like a maid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X