For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাই-গুহায় উদ্ধারকার্যের প্রসঙ্গ তুলে 'মন কী বাত'-এ অনুপ্রেরণার বার্তা মোদীর

৪৬ তম 'মন কী বাত' অনুষ্ঠানে এদিন জাতীর প্রতি বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এদিন তাঁর বিভিন্ন বক্তব্যের মধ্যে উঠে আসে থাইল্যান্ডে ফুটবল টিমের ১৩ জন সদস্যকে উদ্ধারের প্রসঙ্গও ।

  • |
Google Oneindia Bengali News

৪৬ তম 'মন কী বাত' অনুষ্ঠানে এদিন জাতীর প্রতি বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এদিন তাঁর বিভিন্ন বক্তব্যের মধ্যে উঠে আসে থাইল্যান্ডে ফুটবল টিমের ১৩ জন সদস্যকে উদ্ধারের প্রসঙ্গও । থাইল্যান্ড সেনা যেভাবে ফুটবল টিমের ১২ জন কিশোর ও তাদের কোচকে উদ্ধার করেছে, তার ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

থাই-গুহায় উদ্ধারকার্যের প্রসঙ্গ তুলে মন কী বাত-এ অনুপ্রেরণার বার্তা মোদীর


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, 'সাম্প্রতিককালে একটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বিশ্বের সকলের নজর কেড়েছে। থাইল্যান্ডে ১২ জন ফুটবলার ও তাদের কোচ গিয়েছিলেন শিক্ষামূলক ভ্রমণে'...। সেখানে ঘিরে থাইল্যান্ডের গুহায় ফুটবলার ও তাদের কোচ কীভাবে বিপদের মুখে পড়েছিলেন সেই প্রসঙ্গ এদিন তুলে ধরেন মোদী। তিনি বলেন, 'একদিকে তারা যেমন সমস্ত বিপদের মোকীবিলা করছিল, অন্যদিকে গোটা বিশ্ব তাদের উদ্ধারের জন্য প্রার্থনা করছিল।' থাই ছেলেদের উদ্ধারে বিশ্ব জুড়ে একজোট হয়ে প্রার্থনার বিষয়টির প্রশংসা করেন মোদী। তিনি বলেন, এই উদ্ধারকার্যের ঘটনা অনুপ্রেরণা দেওয়ার মত একটি বিষয়। উল্লেখ্য, কিছুদিন আগে থাইল্যান্ডের গুহায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল ১২ জনেরএকটি থাই ফুটবল দল , সঙ্গে ছিল তাদের কোচ। থাইল্যান্ড প্রশাসন ও সেনার চরম দুঃসাহসিক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

এদিন, প্রকৃতি-প্রেম নিয়েও বক্তব্য রাখেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, সকলে মিলে প্রকৃতিপ্রেমী হয়ে ওঠার মধ্যেই রয়েছে সার্থকতা। এই ভালোবাসার মধ্য দিয়ে প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে। যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারা যায়।

English summary
Modi says lot can be learned from Thailand rescue operation in mann ki baat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X