For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বলেছিলেন 'কংগ্রেস মুক্ত ভারত' এবার শশী থারুর বললেন 'কংগ্রেস যুক্ত বিজেপি'

মোদী বলেছিলেন 'কংগ্রেস মুক্ত ভারত' এবার শশী থারুর বললেন 'কংগ্রেস যুক্ত বিজেপি'

  • |
Google Oneindia Bengali News

আগামী মাসেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার মাঝেই দল ভাঙাভাঙির খেলা চলছে সেখানে রাজনৈতিক দলগুলিতে৷ কদিন আগে এই খেলা জমে উঠেছিল সমাজবাদী পার্টি বনাম বিজেপির মধ্যে এবার বিজেপি বনাম কংগ্রেস৷ সম্প্রতি কংগ্রেসের তারকা প্রচারক, আরপিএন সিং, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন৷ ঠিক তার একদিন পরেই দলের সিনিয়র নেতা এবং লোকসভা সাংসদ শশী থারুর বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, যে বিজেপি ক্রমশ একটি কংগ্রেস নেতাদের দ্বারা গঠিত দলে পরিনত হচ্ছে।

টুইটে কী লিখেছেন শশী?

টুইটে কী লিখেছেন শশী?

এবং নিজের বলা বিষয়টিকে আরও আকর্ষনীয় করে বোঝাতে টুইটারে শশী লিখেছেন,'কংগ্রেস-যুক্ত বিজেপি' (কংগ্রেস নেতা-বোঝাই বিজেপি)৷ যদিও এই বাক্যবন্ধ ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'কংগ্রেস মুক্ত ভারত' স্লোগানকে ব্যঙ্গ করেছেন। হিন্দিতে একটি কাব্যিক টুইটে, থারুর বলেন: তিনি (আরপিএন সিং) তার বাড়ি ছেড়ে যাচ্ছেন, হয়তো তাঁর নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে, এখন সেখানে (বিজেপিতে) সবাই আমাদের নিজেদের।'

শশীর সঙ্গে সহমত হননি কংগ্রেস মুখপাত্ররা!

শশীর সঙ্গে সহমত হননি কংগ্রেস মুখপাত্ররা!

যদিও শশীর টুইটের বক্তব্যের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। তিনি টুইটে বলেন, যে নিজের দলের সঙ্গে তার আদর্শের সত্য হতে পারে না, সে আমাদের নিজস্ব হতে পারে না। আরপিএন সিং যখন থেকে বিজেপিতে যাওয়ার জন্য দল ছেড়েছেন তখন থেকেই কংগ্রেসের আদর্শেরও সঙ্গে তাঁর সম্পর্ক নেই৷

কী বলছেন আর একমুখ কংগ্রেস মুখপাত্র?

কী বলছেন আর একমুখ কংগ্রেস মুখপাত্র?

মঙ্গলবার, কংগ্রেসের আরেক জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন যে শুধুমাত্র, কাপুরুষরা সম্পূর্ণ বিপরীত আদর্শের দলগুলিতে ঝাঁপিয়ে পড়ে।' তিনি বিজেপি এবং কংগ্রেসের লড়াইকে 'মতাদর্শের লড়াই' বলেও অভিহিত করেছেন। এবং যোগ করেছেন এই লড়াইয়ে জিততে হলে আপনাকে সাহসী হতে হবে। শুধুমাত্র একজন কাপুরুষই সম্পূর্ণ বিপরীত মতাদর্শের দলে ঝাঁপিয়ে পড়তে পারে। পবন খেরা থারুরকেও সতর্ক করে বলেছেন যে তিনি নিজে যে বিজেপিতে নিজের লোক খুঁজতে না যান৷

English summary
Modi says 'Congress mukt bharata', this time Shashi Tharoor says 'Congress-yukt BJP'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X