For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে করোনার দ্বিতীয় স্রোতের মাঝে বড় ঘোষণা মোদীর

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে করোনার দ্বিতীয় স্রোতের মাঝে বড় ঘোষণা মোদীর

  • |
Google Oneindia Bengali News

অক্সিজেনের অভাবে চারিদিকে কার্যত ত্রাহি ত্রাহি রব। বহু জায়গায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবর আসতে শুরু করেছে। একাধিক রাজ্য জানাচ্ছে অক্সিজেনের ঘাটতি সেখানের পরিস্থিতিকে আরও সংকটে ফেলেছে। এমন অবস্থায় এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর কেনেরা জন্য 'পিএম কেয়ার্স' তহবিল থেকে আর্থ বরাদ্দ করলেন মোদী।

বড় সিদ্ধান্ত মোদী সরকারের

বড় সিদ্ধান্ত মোদী সরকারের

প্রসঙ্গত, ভারতে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা মেটাতে বিদেশ থেকে আসতে শুরু করেছে অক্সিজেন। দুবাই, ইউকে, জার্মানি সহ একাধিত দেশ থেকে এই অক্সিজেন ভারতে আসতে শুরু করেছে। এদিকে এরই মাঝে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, ১ লাখ অক্সিজেন কনসেনট্রাটার ও ৫০০ টি প্রেশার সুইং অ্যাডসংপেশান অক্সিজেন প্ল্যান্ট কেনা হচ্ছে। এর অর্থ আসবে 'পিএম কেয়ার্স ফান্ড' থেকে।

প্রধানমন্ত্রীর দফতর কী জানিয়েছে?

প্রধানমন্ত্রীর দফতর কী জানিয়েছে?

এদিকে, প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে নতুন পিএসএ প্ল্যান্ট ও অক্সিজেন কনসেনট্রেটার ভারতে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করবে। যেভাবে দেশে চাহিদা বাড়ছে অক্সিজেনের সেদিক থেকে এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে।

 শুরু যুদ্ধ!

শুরু যুদ্ধ!

প্রসঙ্গত, ৫০০ পিএসএ অক্সিজেন প্ল্যান্টের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে ,তা ডিআরডিও এবং সিএসআইআরের প্রদেয় প্রযুক্তির হাত ধরে স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এই নয়া উদ্যোগের হাত ধরে দেশের লিকুইড অক্সিজেনের চাহিদায় উপযুক্ত যোগান দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

 কারা পাবে অগ্রাধিকার?

কারা পাবে অগ্রাধিকার?

প্রসঙ্গত, এই অক্সিজেন কনসেনট্রেটার নিয়ে জেলা হেডকোয়ার্টারকে ও বিশেষত টিয়ার টু শহরগুলিকে যোগানের বার্তা দিয়েছে মোদী সরকার। এদিকে, যে সমস্ত রাজ্য করোনার জেরে সবচেয়ে বেশি বিপর্যস্ত সেই সমস্ত রাজ্যকে অক্সিজেন সরবরাহের অগ্রাধিকারের বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Modi said Govt to procure 1 lakh portable oxygen concentrators from PM Cares Fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X