For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অপয়া' প্রধানমন্ত্রী মোদী ! চন্দ্রযান ২-ইসরো প্রসঙ্গ নিয়ে মুখ খুলে তোপ কুমারস্বামীর

চন্দ্রযান ২-ইসরো প্রসঙ্গ নিয়ে মুখ খুলে তোপ কুমারস্বামীর

  • |
Google Oneindia Bengali News

কন্নড়ভূমের তখত থেকে তাঁকে সরতে হয়েছিল বিজেপি-র এক বড়সড় চালে। আর সেই বিজেপির সম্পর্কে মুখ খুলে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেই এবার তোপ দাগলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এবার মোদীকে তিনি নিশানায় রেখেছেন চন্দ্রযান ২ কে কেন্দ্র করে।

মাইসুরুতে মোদীকে নিশানা কুমারস্বামীর

মাইসুরুতে মোদীকে নিশানা কুমারস্বামীর

মাইসুরুতে এক সভায় জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, 'প্রধানমন্ত্রী মোদী এলেন চন্দ্রযান ২ এর জন্য। এমন একটা ব্যাপার করলেন যেন মনে হল তিনিই চন্দ্রযান ২ ল্যান্ড করাচ্ছেন। সেরকমই বার্তা দিতে চেয়েছিলেন মোদী।'

 'অপয়া' মোদী!

'অপয়া' মোদী!

কুমারস্বামী বলেন, যখন থেকে ইসরো-তে মোদী পা রেখেছেন তখন থেকেই সেখানের বিজ্ঞানীদের জন্য 'হয়তো' খারাপ সময় শুরু হয়েছে। এরপরই কুমারস্বামী বলেন,' গত ১০ বছর ধরে বিজ্ঞানীরা এই চন্দ্রযান নিয়ে কত গবেষণা করেছেন। আর সেই চন্দ্রযান ২ নিয়ে সরকারী শিলমোহর পড়েছে ২০০৮ সালে। আর মোদী যেভাবে বেঙ্গালুরু এলেন তাতে মনে হচ্ছে উনি নিজেই চন্দ্রযান ২ চালাচ্ছেন। '

বিক্রম ল্যান্ডার নিয়ে আশা

বিক্রম ল্যান্ডার নিয়ে আশা


প্রসঙ্গত, চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম ল্যান্ডারের ল্যান্ডিং সফ্ট না হয়ে , হার্ড ল্যান্ডিং হয়। যার ফলে এই ল্যান্ডারের সঙ্গে ইসরো-র সংযোগ সেদিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ৭ সেপ্টেম্বরের রাতে চন্দ্রযান ২ এর সফল ল্যান্ডিং দেখবার অপেক্ষায় বেঙ্গালুরুর ইসরো-তে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী মোদী। এরপর বিক্রম যে অক্ষত অবস্থায় রয়েছে সেই ছবি পাঠায় চন্দ্রযানের অরবিটার।

English summary
Modi's Visit to Isro is bad Omen says HD Kumaraswamy .While Isro successfully launched the Chandrayaan-2 Moon mission in July, just before the landing of Chandrayaan-2's lander Vikram, Isro lost contact with it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X