For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪.৩১ কোটিতে নিলাম হল মোদীর মনোগ্রাম স্যুট, মোট সংগ্রহ ৮.৩৩ কোটি টাকা

Google Oneindia Bengali News

সুরাট, ২১ ফেব্রুয়ারি : শেষপর্যন্ত মোদীস্যুট নিজের নামে করলেন হিরা ব্যবসায়ী হিতেশ পটেল। ১ নয়, ২ নয়, একেবারে ৪.৩১ কোটি টাকার দর হেঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন হিতেশ। ২৫ শে জানুয়ারি ওবামার সঙ্গে সাক্ষাতে নিজের নাম লেখা এই স্যুটটি পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই বিশ্বজুড়ে মোদীর এই স্যুটটি চর্চায় ছিল।

আরও পড়ুন : মোদীর নাম লেখা স্যুটের দর উঠল ১ কোটি, নিলাম নিয়ে কটাক্ষ তৃণমূলের

গঙ্গা সাফাই অভিযানের তহবিল গঠনের জন্য এই নিলামের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে মোদীর এই স্যুটটি ছাড়াও প্রধানমন্ত্রী হওয়ার পর পাওয়া তাঁর উপহারের অনেক কিছুই এই নিলামের অংশ ছিল। তিন দিনের এই নিলামে আনুমানিক মোট ৮ কোটি ৩৩ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

৪.৩১ কোটিতে নিলাম হল মোদীর মনোগ্রাম স্যুট, মোট সংগ্রহ ৮.৩৩ কোটি টাকা

মোদীর মনোগ্রাম স্যুট ছাড়া আর যে জিনিসগুলির দর ১ কোটির উপর উঠেছে তা হল পশুপতিনাথ মন্দিরের অনুকৃতি যা নেপাল সফরের সময় উপহার পেয়েছিলেন মোদী, অন্যটি স্ট্যাচু অফ লিবার্টির অনুকৃতি যা মার্কিন সফরে উপহার পেয়েছিলেন মোদী। এই দুটি উপহারই ১.১১ কোটি টাকা করে বিক্রি হয়েছে। এছাড়াও সর্দার পটেলের ধাতব মূর্তি ৫০ লক্ষ টাকায় নিলামে বিক্রি হয়েছে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলের পাওয়া ৩৬১ টি উপহারও এই নিলামে রাখা হয়েছিল। এই সব উপহারগুলির মোট দর উঠেছে ৪০.৫৮ লক্ষ টাকার মতো।

আয়োজকদেক তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যারা নিলাম জিতেছেন তাদের মূল্য শনিবার বিকেল ৫ টার মধ্যে চেক বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে গঙ্গা সাফাই তহবিলে জনা দিতে হবে।

English summary
Modi's monogrammed suit went under the hammer for Rs 4.31 crore, total collection 8.33 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X