For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নির্বাচনে গেরুয়া সাফল্যের মূল হোতা কে! বিজেপি যা জানাচ্ছে

একটা সময়ে পিছিয়ে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তবে পরের দিকে , হাওয়া ঘুরে যায় বিজেপির দিকে

  • |
Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষা আগেই বলেছিল গুজরাতে ২২ বছর শাসনের পর আরও ৫ বছর এই বাণিজ্য কেন্দ্রিক রাজ্যকে নিজের দখলে রাখবে বিজেপি। আর খানিকটা সেই অঙ্কের হিসাবেই ফের একবার গুজরাত দখল করতে চলেছে অমিত শাহর নেতৃত্বাধীন এই দল।

গুজরাত নির্বাচনে গেরুয়া সাফল্যের মূল হোথা কে! বিজেপি যা জানাচ্ছে

[আরও পড়ুন:গুজরাতে কংগ্রেসকে বাড়তি মাইলেজ দিয়েছে এই সোশ্যাল মিডিয়া স্লোগান, চিনুন এর নেপথ্যের মানুষটিকে][আরও পড়ুন:গুজরাতে কংগ্রেসকে বাড়তি মাইলেজ দিয়েছে এই সোশ্যাল মিডিয়া স্লোগান, চিনুন এর নেপথ্যের মানুষটিকে]

এদিন ,ভোট গণনার প্রথম পর্বে কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে থেকেও পরে পিছিয়ে যায়। একটা সময়ে পিছিয়ে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তবে পরের দিকে , হাওয়া ঘুরে যায় বিজেপির দিকে। গুজরাতের বিভিন্ন জায়গা থেকে বিজেপির জেতার খবর আসতে থাকে। আর এই সমস্ত সাফল্যের মূল কাণ্ডারী হিসাবে নরেন্দ্র মোদীকেই তুলে ধরছে বিজেপি।

বিজোপি নেতাদের দাবি, 'মোদী ম্যাজিক' এখনও একইভাবে প্রভাব ফেলে গুজরাতের মানুষের ওপর। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রীর তখতেই ছিলেন। তখন থেকেই তাঁর যা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা আজও গুজরাতে নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে সাফল্য এনে দিয়েছে। এমনই দাবি করছেন বিজেপি নেতারা। উল্লেখ্য়, গুজরাতের উন্নয়ন নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের তীব্র সমালোচনা, একজোট হওয়া পাতিদার, কংগ্রেস ও অন্যান্য শক্তিগুলি মিলেও যে গুজরাতে বিজেপি-র আসন টলাতে পারেনি, তার জন্য একা মোদীর জনপ্রিয়তাই কাজ করেছে বলে মনে করছে বিজেপি শিবির। এক্ষেত্রে অনেকটাই ধূসর হয়েছে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উজ্জ্বলতা।

[আরও পড়ুন:গুজরাতে আসন কমলেও অটুট মোদী ম্যাজিক, আশা জাগিয়েও হার কংগ্রেসের][আরও পড়ুন:গুজরাতে আসন কমলেও অটুট মোদী ম্যাজিক, আশা জাগিয়েও হার কংগ্রেসের]

English summary
The BJP on Monday said the poll trends in its favour indicated that Prime Minister Narendra Modi’s popularity was intact in his home state Gujarat and it was on its way to form government with a “comfortable majority”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X