For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শান্তি এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি হোক', শরিফকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মোদীর

পাকিস্তানের মসনদ থেকে ইমরানে খানের বিদায় ঘটেছে। তাঁর বিদায়ের পথ ধরেই পাকিস্তানের কুর্সিতে ফের বসতে চলেছেন এক শরিফ প্রধানমন্ত্রী। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাদ শরিফ। ইমরান খানের নির্দেশে পাকিস্তান তেহেরিক-ই-

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের মসনদ থেকে ইমরানে খানের বিদায় ঘটেছে। তাঁর বিদায়ের পথ ধরেই পাকিস্তানের কুর্সিতে ফের বসলেন এক শরিফ প্রধানমন্ত্রী। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শাহওয়াজ শরিফ। ইমরান খানের নির্দেশে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের সমস্ত সংসদ সদস্য ইস্তফা দেওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শরিফ।

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীকে বার্তা মোদীর

শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসাবে এদিন শপথ নেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের উপরাষ্ট্রপতি। কারণ এই শপথগ্রহণ অনুষ্ঠানের আগে হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন সে দেশের রাষ্ট্রপতি। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সদস্য ছাড়া ছাড়া বাকি সমস্ত সাংসদরাই উপস্থিত ছিলেন।

শাহওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সংসদের মধ্যেই কার্যত আনন্দে ফেটে পড়েন সাংসদরা। এদিন তাৎপর্যপূর্ণ ভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াজ কন্যা মরিয়ম। শপথ শেষেই কাকা শাহওয়াজ শরিফের কাছে ছুটে যান তিনি। আর গলা জড়িয়ে ধরেন।

ইমরান খানের বিরুদ্ধে দেশের মানুষকে কার্যত 'উস্কানি' দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মরিয়মের। বাবা নওয়াজ শরিফ বিদেশে চলে যাওয়ার পরেই পিএমএল-এন-কে গুরুত্ব দিয়ে সামলেছেন তিনি। শুধু তাই নয়, ইমরান খানের বিরুদ্ধে লাগাতার আওয়াজ তুলেছেন তিনি।

অন্যদিকে শাহওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পরেই শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেশের নয়া প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন। একই সঙ্গে সুকৌশলে সন্ত্রাস ইস্যুতেও বার্তা শরিফকে। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা।

ভারত সন্ত্রাস, আতঙ্কমুক্ত পরিবেশ চায়। শান্তি এবং স্থিরতা রাখার পক্ষেও এদিন জোরাল সওয়াল মোদীর টুইটে। তিনি বলেন, যদি শান্তির পরিবেশ থাকে তাহলে উন্নয়নের দিকে আমাদের নজর থাকবে। যাতে আমাদের দেশের মানুষের উন্নতি হবে বলে টুইটে শাহবাজের উদ্দেশ্যে লেখেন প্রধানমন্ত্রী।

তবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন শাহবাজ। যেখানে পাকিস্তান তার বিদেশনীতি নিয়ে স্পষ্ট বার্তা দেন। বলেন, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা কখনই সম্ভব নয় বলে বার্তা শাহবাজের।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দেন পাকিস্তান সেনাপ্রধান বাজওয়া। যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর এই অবস্থায় মোদীর এই টুইট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
Modi's greetings to Pak prime minister Shehbaz sharif, gives message of Terror free Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X