For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সফরে ১৫ মিনিট ধরে কর্পস কমান্ডারের সঙ্গে আলাদা রুদ্ধদ্বার আলোচনা মোদীর! লেহ উপত্যকায় 'পেপ টক'

লাদাখ সফরে ১৫ মিনিট ধরে কর্পস কমান্ডারের সঙ্গে আলাদা রুদ্ধদ্বার আলোচনা মোদীর! লেহ উপত্যকায় 'পেপ টক'

Google Oneindia Bengali News

সকলকে চমকে দিয়ে শুক্রবার সকালেই দিল্লি থেকে লাদাখ রওনা হন মোদী। যে সফরে সিডিএস এর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যাওয়ার কথা ছিল, সেই সফরেস্বয়ং প্রধানমন্ত্রী পৌঁছে যান লাদাখে। আর প্রধানমন্ত্রীকে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দেশের সেনা জওয়ানরা। সেই সফরে মোদীর সঙ্গে ১৫ মিনিট ১৪ কর্পস জওয়ানদের কথা হয়। কী ঘটেছে লেহ সফরে দেখে নেওয়া যাক।

১৪ কর্পস কমান্ডার ও মোদী

১৪ কর্পস কমান্ডার ও মোদী

লেহ-র মাটিকে যুদ্ধের আবহে শুক্রবারই পা রাখেন মোদী। সেখানে লড়াকু সৈনিকদের উদ্দেশে একাধিক বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী। সাফ কথায় জানান, কোনও মতেই বিস্তারবাদকে প্রশ্রয় বারত দেবে না। এদিকে , ১৪ কর্পস কমান্ডার লেফটেন্ট জেনারেল হরিন্দর সিং এর সঙ্গে আলাদা করে ১৫ মিনিটের বিশেষ আলোচনায় বসেন মোদী।

 লাদাখ সীমান্ত সংঘাত ও মোদী

লাদাখ সীমান্ত সংঘাত ও মোদী

উল্লেখ্য, লেফ্টটেন্ট হরিন্দর পুরীই চিন-ভারত সংঘাতে ভারতের তরফে তিনা সেনার সঙ্গে বৈঠক করেছেন গত ৩ টি পর পর পর্যায়ে। আর সেই লেফটেন্টের সঙ্গে মোদীর ১৫ মিনিটের আলোচনাকে মূলত 'পেপ টক' হিসাবেই মেনে নিচ্ছে বহু সূত্র।

কোথায় হয়েছে আলোচনা?

কোথায় হয়েছে আলোচনা?

জানা গিয়েছে লেহ -র নিমু হেডকোয়ার্টারে নেমেই মোদী লেফটেন্ট জেনারেল হরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেন। সেই সময় বহু স্পষ্ট নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রী লেফটেন্টকে দিয়েছেন বলে জানা গিয়েছে।

সেনা কর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে?

সেনা কর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে?

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরকালে বড় আলোচনা হয়েছে সেনা অফিসারদের মধ্যেও। সেখানে সেনা অফিসাররা সাফ বার্তায় লাদাখে মোতায়েন কর্তাদের জানান, দৌলত বেগ ওল্ডি ডেপসাং পর্যন্ত যেভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে , তা চলতে দিতে হবে। লাদাখে মোতায়েন সেনা এই কাজ করবে। আর যেকোনও প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনা সমস্ত রকমের অস্ত্র সাহায্য লাদাখে পাঠাবে।

বারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপিরবারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপির

English summary
Modi's Conversation with 14 corpse commander , what PM told indian amry jawans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X