For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত যোগীরাজ্যে কার বিরুদ্ধে সরব হয়ে অনশনে বসলেন মোদীর ভাই! কী ঘটে গেল বিমানবন্দরে

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে কৃষকদের ধরনা যখন খবরের শিরোনাম কাড়তে শুরু করে দিয়েছে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীর ধরনা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেন এই ধরনা? আর তা নিয়ে প্রহ্লাদ মোদীর কী বক্তব্য দেখা যাক।

কী ঘটেছে যোগী রাজ্যে?

কী ঘটেছে যোগী রাজ্যে?

এদিন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী বসেন ধরনায়। লখনউ বিমানবন্দরে প্রহ্লাদ মোদী নেমে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। অনুগামীরা বিমানবন্দর থেকে প্রহ্লাদ মোদীকে নিয়ে যেতে আসেন। এদিকে প্রহ্লাদ মোদীকে যে পুলিশ নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে নিয়ে যেতে আসে, সেই যোগী প্রশাসনের পুলিশই প্রহ্লাদ মোদীর সমর্থকদের গ্রেফতার করে বলে অভিযোগ।

প্রহ্লাদ মোদীর বার্তা

প্রহ্লাদ মোদীর বার্তা

এদিন এই ঘটনার পর প্রহ্লাদ মোদী জানান, তিনি কিছুতেই বিমানবন্দর ছেড়ে যাবেন না, যেখানে ওই বিমানবন্দরের থেকে তাঁর সমর্থকরা সোজা জেলবন্দি হয়ে গিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে নেমে প্রহ্লাদ মোদী লখনউ বিমানবন্দপরেই আমরণ অনশনের ডাক দিয়ে ধরনায় বসেন।

বিজেপি শাসিত রাজ্যে ক্ষোভে ফুঁসছেন মোদীর ভাই!

বিজেপি শাসিত রাজ্যে ক্ষোভে ফুঁসছেন মোদীর ভাই!

এদিকে প্রহ্লদ মোদী জানান, তাঁর সমর্থকদের কেন গ্রেফতার করা হল,তার নির্দেশপত্র তাঁকে দেখাতে পারেনি পুলিশ। প্রহ্লাদ মোদী এও জানান যে সোজা প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর সমর্থকদের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশ পত্র দেখাতে পারেনি পুলিশ।

 মোদীর ভাইয়ের কণ্ঠে কোন অভিযোগ

মোদীর ভাইয়ের কণ্ঠে কোন অভিযোগ

এদিকে, প্রহ্লাদ মোদীর দাবি হয় পুলিশের কাছে কোনও নির্দেশই নেই, নয়তো প্রধানমন্ত্রীর দফতরকে কলঙ্কিত করতেই পুলিশ এমনটা করেছে। এদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে লখনউ বিমানবন্দরে ১৪৪ ধারার নিয়মকে লঙ্ঘন করার জন্যই প্রহ্লাদ মোদীর সমর্থকদের গ্রেফতার করা হয়।

English summary
Modi's brother sits on dharna at Lucknow airport , know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X