For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Modi Putin Talks: ইউক্রেনে হামলার মধ্যেই মোদীকে ফোন রুশ প্রেসিডেন্ট পুতিনের

নতুন করে ইউক্রেনের উপর হামলার তেজ বাড়িয়েছে রাশিয়া। কার্যত সর্বশক্তি দিয়ে হামলা মস্কোর। রাজধানী কিভ সহ সে দেশের একাধিক এলাকাতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার এয়ারফোর্স নতুন করে এই হামলা শুরু করেছে বল

  • |
Google Oneindia Bengali News

নতুন করে ইউক্রেনের উপর হামলার তেজ বাড়িয়েছে রাশিয়া। কার্যত সর্বশক্তি দিয়ে হামলা মস্কোর। রাজধানী কিভ সহ সে দেশের একাধিক এলাকাতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার এয়ারফোর্স নতুন করে এই হামলা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

মোদীকে ফোন রুশ প্রেসিডেন্ট পুতিনের

ইউক্রেন জানাচ্ছে, অন্তত সে দেশের তিনটি শহরের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আর এই ঘটনা নিয়েই নতুন করে গোটা বিশ্ব শুরু হয়েছে জোর চর্চা। এর পরিস্থিতির মধ্যেই মোদীকে ফোন পুতিনের। জানা যাচ্ছে। আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন।

বেশ কিছুক্ষণ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টেলফোনিক আলোচনা হয়েছে বলে জানাচ্ছে রাজধানী ক্রেমলিন। নতুন করে ইউক্রেনের উপর হামলার গতি যখন রাশিয়া বাড়িয়েছে সেই সময়ে মোদী-পুতিন কথা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে এই ফোনালাপের পরেই পিএমও'র তরফে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে। শুধু তাই নয়, পুতিন এবং মোদীর সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধের কথা উঠে এসেছে বলেও টুইট করা হয়েছে পিএমও'র তরফে। যেখানে রুশ প্রেসিডেন্টকে কূটনৈতিক এবং আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা মোদী জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়াও SCO Summit-এর মাঝেই প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের সঙ্গে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এদিনের ফোনালাপে এই সমস্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। অন্যদিকে আগামী G-20 বৈঠক নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী।

পিএমও'র তরফে করা টুইটে জানা গিয়েছে, G-20 বৈঠকে আলোচ্য বিষয়গুলি নিয়েও তথ্য পুতিনকে দিয়েছেন। পাশাপাশি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করা নিয়ে আশা প্রকাশ করেছেন। অর্থাৎ একাধিক ইস্যুতে ভারত এবং রাশিয়া কাজ করবে বলেও সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

এমনকি ফোনালাক জারি থাকবে বলেও জানানো হয়েছে PMO তরফে। উল্লেখ্য, গত ২৪ ঘন্টাতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অন্তত ৬০ টিরও বেশি মিসাইল হামলা হয়েছে। তবে ঠিক কতগুলি মিসাইলকে নিষ্ক্রিয় করতে ইউক্রেন সেনা সক্ষম হয়েছে তা স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে অনেক দুর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বলে জানাচ্ছেন ইউক্রেনের বিভিন্ন আধিকারিকরা।

যদিও নতুন করে এই হামলাতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

English summary
Russian President Putin called PM Narendra Modi amid Ukarin-Russia war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X