For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন কি বাত জুড়ে চন্দ্রযান, বিজ্ঞানীদের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর দ্বিতীয় মনকী বাত জুড়ে রইল চন্দ্রযান-২য়ের অভিযান।

Google Oneindia Bengali News

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর দ্বিতীয় মনকী বাত জুড়ে রইল চন্দ্রযান-২য়ের অভিযান। সম্পূর্ণ দেশিয়া প্রযুক্তিতে তৈরি এই চন্দ্রযান-২েয়র সফল অভিযানের জন্য বিজ্ঞানীদেরই কৃতিত্ব দিয়েছেন তিনি। মোদী বলেছেন ২০১৯ সাল মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি সাফল্যের বছর। সব দেশবাসীই এই অভিযানের সাফল্যে গর্বিত। ইতিমধ্যেই চন্দ্রযান-২ পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে চাঁদের পথে পাড়ি দিয়েেছ। ২০ সেপ্টেম্বর সেিট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

মন কি বাত জুড়ে চন্দ্রযান, বিজ্ঞানীদের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ইসরোর এই সাফল্যে প্রতিটা দেশবাসী অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন তিনি। একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি এই চন্দ্রযান-২য়ের সঙ্গে রয়েছে ল্যান্ডার বং রোভার। এরাই চাঁদে অবতরণ করে খনিজ সংগ্রহ করবে। গত মন কী বাত অনুষ্ঠানে মোদী দেশ জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জলসঞ্চয়ের কথা বলেছিলেন।

এবং দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন কীভাবে জল সঞ্চয় করা যায় সেসরক মোনই উপায় জানা থাকলে সরকারকে জানানো জানা। দ্বিতীয় মন কী বাত অনুষ্ঠানে আবারও জলসঞ্চয়ের প্রসঙ্গ তুলেছেন তিনি। জলসঞ্চয়ে মেঘালয়, হরিয়ানা যে পথে এগোচ্ছে তার প্রশংসা করেছেন তিনি। এমনকী জলসংরক্ষণ নিয়ে ঝাড়খণ্ডও যে উদ্যোগী হয়েছে তার প্রশংসা করেছেন।

English summary
Modi praised Chandrayan-2 misssion in Mann ki Baat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X