For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী প্রচারে মোদীর মুখে মমতার প্রশংসা, জল্পনা রাজনৈতিক মহলে

Google Oneindia Bengali News

নির্বাচনী প্রচারে মোদীর মুখে মমতার প্রশংসা, জল্পনা রাজনৈতিক মহলে
বারাইচ (উত্তর প্রদেশ), ৮ অক্টোবর : নির্বাচনী প্রচারে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে গেলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। আর এই মন্তব্যই উস্কে দিচ্ছে মোদীর রাজনৈতিক অঙ্কের হিসাবটা।

কানপুর ও ঝাঁসির পর শুক্রবার বারাইচে নির্বাচনী প্রচারে আসেন নরেন্দ্র মোদী। বক্তব্য রাখতে উঠে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির সমালোচনা করে মোদী বলেন, এই দুই দল কেন্দ্রের জোটসঙ্গী হওয়ায় তাদের শেখানো বুলিই আওড়ায়। বাস্তবে রাজ্যের মানুষের জন্য কোনও চিন্তাই তাদের নেই। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মোদী বলেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, রাজ্যের অধিকারের জন্য সবসময় লড়াই করে চলেছেন তিনি। মমতার সঙ্গে কেন্দ্রের যে এখন সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে তা এখন সবারই জানা। কেন্দ্র-মমতার সেই তিক্ত সমীকরণকেই চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিলেন মোদী।

বহুদিন জোটসঙ্গী থাকার পর দেশে খুরচা বিনিয়োগ, মূল্যবৃদ্ধি নিয়ে মতপার্থক্যের জেরে ২০১২ সালে ইউপিএ সরকার ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। তার পর থেকেই একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। শত্রুর শত্রু মিত্র হয় এই কৌশলেই এদিন মোদী মমতার প্রশংসা করেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে সরকারে থেকে রাজ্যের জন্য কাজ করা সম্ভব নয় তাই কেন্দ্রীয় সরকার থেকে মমতা বেরিয়েছেন এই বিষয়টাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতেই মমতা-স্তুতি বলে মনে করছেন অনেকে। মোদী ঘনিষ্ঠদের মতে তিনি খুবই দূরদর্শী। মমতার প্রতি এই উদার মনোভাব অন্য রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে কি না তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।

English summary
Modi praise Mamta Banerje at Bahraich
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X