For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী পিচকিরি' আর 'রাহুল আবির' মাতাচ্ছে হোলির বাজার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী ও রাহুল
এলাহাবাদ, ৯ মার্চ: হোলি হ্যায়!

এবার হোলির বাজার মাতাচ্ছে 'মোদী পিচকিরি' আর 'রাহুল আবির', সঙ্গে আন্না হাজারের ট্রেডমার্ক সাদা টুপি! এলাহাবাদ ছাড়াও কানপুর, বারণসী, দিল্লি ইত্যাদি জায়গায় এখন দারুণ বিকোচ্ছে এগুলি।

সবচেয়ে এগিয়ে নরেন্দ্র মোদী। গেরুয়া রঙে পিচকিরিতে রয়েছে তাঁর মুখচ্ছবি। সঙ্গে বিজেপি-র দলীয় চিহ্ন, পদ্মফুল। এক একটির দাম ৬০০ টাকা। তাতে কী! ভক্তরা তাই-ই কিনে নিচ্ছেন। রাহুল গান্ধীর সমর্থকদের এই দিয়ে রঙিন করতে হবে যে! আবার এই 'মোদী পিচকিরি' নকলও বেরিয়ে গিয়েছে। খুব গরিব অথচ যাঁরা মোদীকে ভালোবাসেন, সেই মানুষদের কথা ভেবে। বারাণসীর বাজারে এই পিচকিরি পাওয়া যাচ্ছে ৩০ টাকায়।

এ ছাড়া রয়েছে 'রাহুল আবির' বা রাহুল গুলাল। মূলত সবুজ রঙের। 'রাহুল পিচকিরি'-ও বেরিয়েছে, কিন্তু তা অতটা জনপ্রিয় হয়নি। তার চেয়ে রাহুল গান্ধীর নামাঙ্কিত আবির বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতাদের দাবি, 'রাহুল আবির' ভেষজ উপাদান থেকে তৈরি। তাই ত্বকের পক্ষে ক্ষতিকর নয়।

আর একটি জিনিস এবার মাতাচ্ছে হোলির বাজার। তা হল, গুলাল বোমা। ভিতরে রয়েছে গুঁড়ো রং। কারও উদ্দেশেও ছুড়ে মারলে আওয়াজ করে ফাটছে। রংভরা বেলুনের বিকল্প আর কী! এক একটির দাম ৫০ টাকা। দিল্লির চাঁদনি চক এলাকার দোকানদার মহম্মদ কাদির জানালেন, অল্পবয়সীরা দারুণ পছন্দ করছে এই গুলাল বোমা। সঙ্গে বিকোচ্ছে আবার দু'নলা পিচকিরিও।

আন্না হাজারের ট্রেডমার্ক সাদা টুপিও ভালো বাজার ধরেছে। এর দাম অবশ্য বেশ কম। এক একটি ৫ টাকা। বাচ্চারা এই টুপি পছন্দ করছে বেশি।

এ ছাড়াও আসন্ন হোলি উপলক্ষে পাওয়া যাচ্ছে পোগো মুখোশ, ছোটা ভীম মুখোশ, সলমন খান মুখোশ, শচীন তেণ্ডুলকর মুখোশ ইত্যাদি।

English summary
Modi Pichkaris, Rahul Gulal are superhit in this Holi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X