For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ: সুভাষ সরকার থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা পাঠ করলেন শপথ

  • |
Google Oneindia Bengali News

কেউ আইআইটির প্রাক্তনী , কেউ আবার দাপুটে আইনজীবী, আবার কেউ প্রাক্তন আমলা আবার কেউ চিকিৎসক। এছাড়াও বহু নেতাই ছিলেন সমাজের একাধিক সম্প্রদায়ের প্রতিনিধি। এই ব্যক্তিত্বদের নিয়েই মোদী মন্ত্রিসভার নতুন সম্প্রসারণ এদিন হয়েছে রাষ্ট্রপতি ভবনে। ৪৩ জন শপথগ্রহণকারীর মধ্যে এদিন ছিলেন বাংলার ৪ নেতা।

 বাংলার নেতারা কে কোন ভাষায় পড়লেন শপথ?

বাংলার নেতারা কে কোন ভাষায় পড়লেন শপথ?

এদিন বাংলা থেকে ৪ জন নেতা মন্ত্রী পদে শপথ নেন। এদিন সকলেই প্রতিমন্ত্রী পদে শপথ পাঠ করেন। শান্তনু ঠাকুর এদিন ইংরেজিতে শপথ পাঠ করেন। মতুয়া নেতা হিসাবে এই বিজেপি সাংসদের বহু অনুগামী রয়েছে বাংলায়। এদিকে তাঁর আগে এদিন প্রতিমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি পেশায় চিকিৎসক। আলিপুরদুয়ার কেন্দ্রের জন বার্লা এদিন শপথ পাঠ করেন। তিনি হিন্দিতে শপথ পাঠ করেন। নিশীথ প্রামাণিক শপথ পাঠ করেছেন ইংরেজিতে।

 জ্যোতিরাদিত্যর শপথ

জ্যোতিরাদিত্যর শপথ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে গত বছরই যোগ দেন জ্যোতিরাদিত্য। এরপর রাজনৈতিক আবর্তে জ্যোতিরাদিত্যের মধ্যপ্রদেশে আসে বিজেপির শাসন। পরবর্তীকালে তিনি রাজ্যসভার সাংসদ হন। এবার ২০২১ সালের ৭ জুলাই তিনি মোদী মন্তিরিসভা ২.০ এর পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছেন। শোনা যাচ্ছে , তিনি শিক্ষামন্ত্রকের দায়িত্ব পেতে পারেন। এই মন্ত্রকে আগে ছিলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

 কোনদিকে লক্ষ্য?

কোনদিকে লক্ষ্য?

প্রসঙ্গত, এদিন মোদী মন্ত্রিসভার শপথ পাঠ অনুষ্ঠানে একাধিক সম্প্রদায় থেকে একাধিক জনবসতিকে নজরে রেখে টিম মোদী তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যে সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন বিজেপির পাখির চোখ। সেই কথা ভেবে বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিত্ব ও বহু সম্প্রদায় থেকে প্রতিনিধিত্বের বিচারে এদিন মন্ত্রীদের নাম ঠিক করা হয়। রয়েছেন পেশাগত দিক থেকেও একাধিক গণমান্য ব্য়ক্তিত্ব।এই মন্ত্রিসভা নিয়ে ২০২৪ দিকেও তাকিয়ে রয়েছে মোদী সরকার।

হেভিওয়েট গমন ও আগমন

হেভিওয়েট গমন ও আগমন

এদিন মোদী মন্ত্রিসভার সম্প্রসারণের আগে ১২ জন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন । এই তালিকায় যেমন নাম রয়েছে বাংলার দুই প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর, তেমনই হেভিওয়েটদের তালিকায় নাম রয়েছে, প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, সদানন্দ গৌড়ার মতো নেতাদের । এদিকে, মোদী মন্ত্রিসভা ২ .০ তে নতুন আগত হেভিওয়েট মন্ত্রীদের তালিকায় প্রথমেই রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়া রাজবংশের এই সন্তানের পরই রয়েছে কিরেণ রিজিজুর নাম। এছাড়াও নারায়ণ রাণে, হরদীপ সিং পুরী, সহ একাধিক তাবড় নেতারা রয়েছেন পূর্ণ মন্ত্রীর তালিকায়।

English summary
Modi Minsitry Expansion, Subhash Sarkar to Jyotiraditya Scindia takes oath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X