For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটের আগে মোদীর বিদেশযাত্রায় ভাঁটা! কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিটি দলই ভোট যুদ্ধের ময়দানে নিজের মতো করে সমীকরণ কষে এগোচ্ছে। নির্বাচনী প্রচার ঘিরে সমস্ত দলের নেতারাই ব্যস্ত।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিটি দলই ভোট যুদ্ধের ময়দানে নিজের মতো করে সমীকরণ কষে এগোচ্ছে। নির্বাচনী প্রচার ঘিরে সমস্ত দলের নেতারাই ব্যস্ত। ব্যস্ত রয়েছেন মোদী মন্ত্রিসভারও বিভিন্ন নেতামন্ত্রীরা।

২০১৯ লোকসভা ভোটের আগে মোদীর বিদেশযাত্রায় ভাঁটা! কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

নির্বাচনী ব্যস্ততার মধ্যেই পড়ে গিয়েছে সুইটজারল্য়ান্ডের ডাভোসে 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম' এর বৈঠক। যে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। শুধু প্রধানমন্ত্রীই নন, তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। তবে লোকসভার আগে মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর হাতে বহু দায়িত্ব ও কাজের চাপ থাকার ফলে , তাঁরা কেউই যেতে পারছেন না সুইটজারল্যান্ডে। জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অরুণ জোটলি ,সুরেশ প্রভু ও ধর্মেন্দ্র প্রধানরা ২০১৯ সালের 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম' এর বৈঠকে যোগ দিতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না।

[আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম বাঙালি সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ][আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম বাঙালি সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ]

মোদী মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সুইজারল্যান্ডের সভায় যোগ দেবেন না কোনও মন্ত্রীই। ২০১৮ সালে এই বৈঠকে মোদীর যোগদান খবরের শিরোনাম কেড়ে নেয়। এরপর বহুবার মোদীর বিদেশসফর নিয়েও একাধিক সমালোচনাধর্মী তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়।এরপরই লোকসভা নির্বাচনের আগে সুইটজারল্যান্ডের ডাঙোস সফর বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এদিকে, ২০১৯ সালের এই সভায় যাচ্ছেন কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ও কংগ্রেস শাসিত পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত বাদল।

[আরও পড়ুন:২০১৯-এর লোকসভা নির্বাচন সেমিফাইনাল বিজেপির! 'ফাইনাল' জয়ের স্বপ্ন দিলীপের][আরও পড়ুন:২০১৯-এর লোকসভা নির্বাচন সেমিফাইনাল বিজেপির! 'ফাইনাল' জয়ের স্বপ্ন দিলীপের]

English summary
Modi & ministers skip Davos meet due to ‘pressing matters’ ahead of Lok Sabha polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X