For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী থেকে মমতা, নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ রাজনৈতিক মহলের

এমন দিনে দুপুর ১২ টা ঘড়ির কাঁটায় বাজতেই বাংলার ঘরে ঘরে শঙ্খধ্বনি শোনা যায়। নেতাজির জন্ম মুহূর্তকে আজও এভাবেই কুর্ণিশ জানায় গোটা রাজ্য।

  • |
Google Oneindia Bengali News

এমন দিনে দুপুর ১২ টা ঘড়ির কাঁটায় বাজতেই বাংলার ঘরে ঘরে শঙ্খধ্বনি শোনা যায়। নেতাজির জন্ম মুহূর্তকে আজও এভাবেই কুর্ণিশ জানায় গোটা রাজ্য। শুধু বাংলা নয়, রাজ্যের গণ্ডির বাইরেও বিভিন্ন জায়গায় আজ সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির ১২২ তম জন্মজয়ন্তী। এমন দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু রাজনৈতিক নেতা মন্ত্রীরা শ্রদ্ধার্ঘ জানিয়েছেন দেশনায়ক নেতাজিকে।

রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শ্রদ্ধার্ঘ জানান এক টুইট বার্তায়। দেশনায়কের জন্মদিনে রাষ্ট্রপতি নেতাজির লড়াইয়ের কথা উল্লেখ করেন তাঁর টুইটে।

নরেন্দ্র মোদী

শক্তিশালী ভারত গড়ার বার্তা দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। আর সেই বার্তাকে পাথের করেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[আরও পড়ুুন: নেতাজির পছন্দের মিষ্টি খাওয়ার এই গল্পটি কি শুনেছেন আগে! ভিডিওয় উঠে এল অজানা কথা ][আরও পড়ুুন: নেতাজির পছন্দের মিষ্টি খাওয়ার এই গল্পটি কি শুনেছেন আগে! ভিডিওয় উঠে এল অজানা কথা ]

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন নেতাজির জন্মজয়ন্তী পালনে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় 'কদম কদম বাড়ায়ে যা'র বার্তা দিয়ে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন।

[আরও পড়ুন:নেতাজির মৃত্যু নিয়ে রাহুলের বিতর্কিত টুইট! ক্ষোভে ফেটে পড়ছে বসু পরিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ][আরও পড়ুন:নেতাজির মৃত্যু নিয়ে রাহুলের বিতর্কিত টুইট! ক্ষোভে ফেটে পড়ছে বসু পরিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ]

অশোক গেহলোট

নেতাজিকে নিয়ে কংগ্রেস পার্টির ও রাহুল গান্ধীর বিতর্কিত টুইট পর্বের পর কংগ্রেস নেতা অশোক গেহলোট এদিন শ্রদ্ধার্ঘ জানান টুইটারে।

English summary
Modi to Mamata ,Political Leaders Across Party Lines Remember Netaji.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X