For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশবাসীকে রাখি-র শুভেচ্ছা, মোদী থেকে মমতার

দেশবাসীকে রাখি-র শুভেচ্ছা, মোদী থেকে মমতার

  • |
Google Oneindia Bengali News

সারা বছর টুইট যুদ্ধ চলে দেশের শাসক ও বিরোধী গোষ্ঠীর নেতাদের মধ্যে৷ কিন্তু তাও বছরে এমন কয়েকটি দিন আসে যেখানে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা একই সুরে কথা বলেন। রাখি উৎসব এরকমই একটি দিন। এদিন সকালে মোদী থেকে মমতা সবাই একই সুরে টুইট করলেন দেশবাসীর উদ্দ্যেশে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট

রবিবার সকালে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী লেখেন, 'রাখিবন্ধনের এই পূন্যতিথিতে সমস্ত দেশবাসীকে জানাই শুভকামনা।'

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর টুইট

দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ' রাখিবন্ধন ভাই ও বোনের ভালোবাসার উৎযাপনের জন্য একটি দিন। চলুন মেয়েদের রাস্তায় থাকা প্রতিবন্ধকতাগুলো সরিয়ে তাদের জন্য একটা সুস্থ এবং সুরক্ষিত সমাজ গড়ার অঙ্গীকার বদ্ধ হই আজ৷'

স্বরাষ্ট্রমন্ত্রী শাহের টুইট

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, 'সমস্ত দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের অনেক শুভকামনা৷

মুখ্যমন্ত্রী মমতার টুইট

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি সারদেশে 'দিদি' নামে সম্বোধিত হন,এদিন সকালে একটি টুইটে তিনি লিখেছেন, ' সবাইকে রাখিবন্ধনের হার্দিক শুভেচ্ছা৷ ভাই ও বোনের সম্পর্কের উদযাপনদিবস এই রাখিবন্ধন উৎসব৷ চলুন আমরা একে অপরকে রক্ষা করি।'

হিন্দু ধর্মে রাখিবন্ধন

হিন্দু ধর্মে রাখিবন্ধন

রাখিবন্ধন উৎসব মূলত হিন্দু ধর্মের একটি উৎসব৷ ভাই-বোনের সম্পর্ককে শক্তিশালীভাবে তুলে ধরার উৎসব এটি। এদিন প্রতিটি হিন্দু বাড়িতে মেয়েরা তার ভাই কিংবা দাদার হাতে রাখি পরিয়ে দিয়ে তাঁর মঙ্গলকামনা করে। পাশাপাশি ভাইও দায়িত্ব নেয় বোনের সুরক্ষার ও প্রয়োজনে পাশে দাঁড়ানোর৷

রাখিবন্ধনের ঐতিহাসিক প্রেক্ষাপট

রাখিবন্ধনের ঐতিহাসিক প্রেক্ষাপট

আবার ১৯০৫ সালে দেশে তখন ধর্মীয় (হিন্দু-মুসলিম) সংঘাত চরমে৷ এদিকে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ডাক দিয়েছেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা, ঢাকা সহ সারাদেশে হিন্দু-মুসলিম যুবক যুবতীদের ডাক দিয়েছিলেন একে অপরকে রাখি পরানোর জন্য৷ এবং এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতি গড়ে তুলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের পথ প্রশস্ত করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। ওই সময় তিনি নতুন করে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। এবং এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গানও লিখেছিলেন, 'বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল/ পুন্য হোক, পুন্য হোক, পুন্য হোক, হে ভগবান।'

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Rakhi festival is such a day on this morning everyone from Modi to Mamata tweeted in the same tone for the sake of the people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X