For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি-র প্রশংসায় মোদী, 'মন কী বাত' অনুষ্ঠানে আর যা বললেন প্রধানমন্ত্রী

এদিন 'মন কী বাত' অনুষ্ঠানের ৪৫ তম পর্বে বক্তব্য রাখেন মোদী। জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিজেপির সরে আসা, সেখানে মুফতি সরকারের পতন সমেত একাধিক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা গোটা একমাসে ঘটে গিয়েছে ।

  • |
Google Oneindia Bengali News

এদিন 'মন কী বাত' অনুষ্ঠানের ৪৫ তম পর্বে বক্তব্য রাখেন মোদী। জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিজেপির সরে আসা, সেখানে মুফতি সরকারের পতন সমেত একাধিক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা গোটা একমাসে ঘটে গিয়েছে । যোগ দিবস পরবর্তী সময়ে, মাসের শেষ সপ্তাহের রবিবারে এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে বেতার বার্তায় বহু বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জিএসটি-র প্রশংসায় মোদী, মন কী বাত অনুষ্ঠানে আর যা বললেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে উচ্ছাস প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এনিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের প্রশংসা করেন।

এদিন, চিকিৎসক দিবাস উপলক্ষ্য়ে দেশের চিকিৎসকদের উদ্দেশে তাঁদের সেবা ধর্মের কাজের জন্য কুর্ণিশ জানান প্রধানমন্ত্রী।

যোগ দিবসের দিন ভারতীয় সেনা, নৌসেনার যোগ অভ্যাসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এদিন, জিএসটির প্রসঙ্গেও বক্তব্য রাখেন মোদী। জিএসটি চালু হওয়ার একবছর পূর্তী উপলক্ষ্য়ে মোদী বলেন, জিএসটির সফল রূপায়ণের জন্য় সমস্ত রাজ্যগুলিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেত চান।

পাশাপাশি, জিএসটির সফল রূপায়ণে দেশের নাগরিকদের ভূমিকারও প্রশংসা করেন মোদী।
শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গে বক্তব্য রাখেত গিয়ে মোদী বলেন, দেশেকে একাত্ম করার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ভূমিকা অনস্বীকার্য। সেই একাত্মবোধের বার্তাকে সঙ্গে নিয়েই আগামীর ভারত এগোবে, বলে বক্তব্য রাখেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, যোগ সমস্ত প্রাচীর মুছে দিয়েছে। এপ্রসঙ্গে যোগ দিবসের দিনের বিশ্বরেকর্ড গড়ার প্রসঙ্গও তোলের প্রধানমন্ত্রী।

আরও বেশি সংখ্যক দেশের মানুষ যোগে অংশ নিতে শুরু করবেন বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

২০১৯ সালে গুরু নানকের প্রকাশপর্বের ৫৫০ বছর উদযাপন নিয়ে এদিন বক্তব্য রাখেন মোদী।

বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি কর্মীদের দ্বারা তৈরি সমৃদ্ধি ট্রাস্টের বিষয়ে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে কৃষকরা সরাসরি তাঁদের ফসলের দাম পেয়ে যান বলে জানিয়েছেন।

English summary
Modi lauds historic GST, calls it 'great example of cooperative federalism'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X