For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী এখনও জনপ্রিয়তার শীর্ষে, বিজেপি কিন্তু পিছিয়েই চলেছে! পরিসংখ্যানে চমক

মোদী এখনও জনপ্রিয়তা শীর্ষে, বিজেপি কিন্তু পিছিয়েই চলেছে! পরিসংখ্যানে চমক

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় মেয়াদেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এখনও তিনি জনপ্রিয়তার বিচারে শীর্ষপদ ধরে রেখেছেন। আইএএনএস-সি ভোটারের 'স্টেট অফ নেশন' সমীক্ষায় ৬২.৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে 'অত্যন্ত সন্তুষ্ট'। আইএএনএস-সি ভোটার এই সমীক্ষা করেছে সারা দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ৩০ হাজার ২৪০ জনের সঙ্গে কথা বলে।

প্রধানমন্ত্রী মোদী জনপ্রিয়তম

প্রধানমন্ত্রী মোদী জনপ্রিয়তম

প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা সর্বাধিক। উত্তরদাতাদের মধ্যে ৬২.৩ শতাংশই তাঁর কাজে 'অত্যন্ত সন্তুষ্ট'। ২০.৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা 'কিছুটা হলেও সন্তুষ্ট'। আর ১৬.৮ শতাংশ মানুষ বলেছেন তারা 'মোটেও সন্তুষ্ট নন'।

মোদীকে সমর্থন সরকারকে নয়

মোদীকে সমর্থন সরকারকে নয়

এখানে সবথেকে উল্লেখযোগ্য ও মজার বিষয় হল প্রধানমন্ত্রী মোদীর কাজে যাঁরা সন্তোষ প্রকাশ করেছেন, তাঁদের মধ্যে ৬০ শতাংশের বেশি সমর্থন তাঁর সরকারের প্রতি নেই। বিজেপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি সন্তুষ্টির মাত্রা সম্পর্কে জানতে চাইলে উত্তরদাতাদের মধ্যে ৫৬.৪ শতাংশই ইতিবাচক উত্তর দিয়েছেন।

মুখ্যমন্ত্রীদের লড়াইয়ে এগিয়ে অবিজেপি-রা

মুখ্যমন্ত্রীদের লড়াইয়ে এগিয়ে অবিজেপি-রা

দেশের মুখ্যমন্ত্রীদের লড়াইয়ে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পিছিয়ে রয়েছেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে। এটাও বিজেপির পক্ষে বিড়ম্বনার। দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিচারে এগিয়ে রয়েছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার নবীন পট্টনায়ক, এমনকী দিল্লির সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

মুখ্যমন্ত্রীদের লড়াইয়ে পিছিয়ে বিজেপি

মুখ্যমন্ত্রীদের লড়াইয়ে পিছিয়ে বিজেপি

বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা রাজ্যের নিরিখে ৪০ শতাংশের নীচে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ কিংবা গুজরাটের বিজয় রূপানির জনপ্রিয়তা যথাক্রমে ৩৯.১ শতাংশ ও ৩৪ শতাংশ। রাজ্যের মানুষের কথায় তাঁদের মুখ্যমন্ত্রীদের কাছে কে কত সন্তুষ্ট তার নিরিখেই এই সমীক্ষা রিপোর্ট তৈরি।

English summary
Modi is too ahead in popularity though BJP is falling behind than non BJP states. The report of IANS-C voter survey,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X