For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার শহর কলকাতায় 'দিদি'কে ছাপিয়ে যাচ্ছেন মোদী! গুগল-পরিসংখ্যান যা বলছে

আর ২৪ ঘণ্টাও বাকি নেই সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফলের গণনা শুরু হতে। দিল্লির মসনদ কার দখলে থাকবে তার উত্তর জানতে উদগ্রীব গোটা দেশ।

  • |
Google Oneindia Bengali News

আর ২৪ ঘণ্টাও বাকি নেই সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফলের গণনা শুরু হতে। দিল্লির মসনদ কার দখলে থাকবে তার উত্তর জানতে উদগ্রীব গোটা দেশ। এক্সিট পোল-এর ফলাফলের পর থেকে আগ্রহ , দাবি, পাল্টা দাবির পারদ ক্রমেই চড়েছে। একাধিক তথ্য আর পরিসংখ্যান ঘিরে বিভিন্ন তত্ত্বও উঠে আসছে। এরই মধ্যে গুগল-ের তরফে তুলে আনা হল একাধিক পরিসংখ্যান ও তথ্য। যার মধ্যে মমতা বনাম মোদীর গুগল -সার্চ লড়াইও জায়গা করে নিয়েছে।

মমতার শহরে মোদীর দাপট!

মমতার শহরে মোদীর দাপট!

গুগল সার্চ ঘিরে সাম্প্রতিক পরিসংখ্যান কলকাতাকে ঘিরেও উঠে আসছে। মোদী বনাম মমতার লড়াই নিয়ে কলকাতার প্রেক্ষাপটে চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। গুগল জানাচ্ছে , কোন শহরে কোন রাজনীতিবিদকে ঘিরে সার্চ বেশি উঠে এসেছে। সেক্ষেত্রে কলকাতা রীতিমত তাক লাগিয়ে দিয়েছে।

কলকাতায় দিদি বনাম মোদী!

কলকাতায় দিদি বনাম মোদী!

কলকাতার নিরিখে গুগল সার্চ -এর ক্ষেত্রে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গুগলে মোদীকে নিয়ে সার্চ করেছেন। এই সার্চের শতাংশের হার ৬৭ । মমতার শহর কলকাতায় কার্যত মমতাকেই এই নিরিখে পিছনে ফেলে দিয়েছেন মোদী। পরিসংখ্যানে দেখা গিয়েছে, কলকাতায় মমতাকে নিয়ে গুগল সার্চ হয়েছে ২৩ শতাংশ। এরপরই রয়েছেন রাহুল গান্ধী, রাহুলকে নিয়ে গুগল সার্চ হয়েছে ১০ শতাংশ। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

[আরও পড়ুন: মোদী গোহারা হারিয়ে দিলেন রাহুলকে! 'গুগল ট্রেন্ডস'এর পরিসংখ্যান চমকে দেওয়ার মতো][আরও পড়ুন: মোদী গোহারা হারিয়ে দিলেন রাহুলকে! 'গুগল ট্রেন্ডস'এর পরিসংখ্যান চমকে দেওয়ার মতো]

রাহুল গান্ধীকে সবচেয়ে বেশি সার্চ কোথা থেকে করা হয়েছে গুগল-এ?

রাহুল গান্ধীকে সবচেয়ে বেশি সার্চ কোথা থেকে করা হয়েছে গুগল-এ?

রাহুল গান্ধীকে নিয়ে কেরলের দুটি শহর থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বলে জানা গিয়েছে। তথ্য বলছে, কেরলের কোঝিকোড ও তিরুবননন্তপুরম থেকে সবচেয়ে সার্চ এসেছে রাহুল গান্ধীর জন্য গুগলে। মনে করা হচ্ছে, কেরলের ওয়ানাদ কেন্দ্র থেকে রাহুল গান্ধী ভোটে লড়ছেন বলে গুগল ট্রেন্ডে এমন তথ্য উঠে আসছে।

[আরও পড়ুন: ভরসা মোদীতে! ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার][আরও পড়ুন: ভরসা মোদীতে! ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন ]

English summary
Modi is Most searched person in Kolkata, Mamta laggs behind during Loksabha poll 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X