For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবলিয়া ব্যর্থতা ঢাকতেই তথ্য গোপন করছে সরকার, ফের আক্রমণে রাহুল

করোনা মোকাবলিয়া ব্যর্থতা ঢাকতেই তথ্য গোপন করছে সরকার, ফের আক্রমণে রাহুল

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কখনও ভ্যাকিসনের দাম তো কখনও টিকাকরণ কর্মসূচি, থামছেই না রাহুলের তোপ। এদিকে ইতিমধ্যেই করোনা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রকৃত তথ্য নিয়ন্ত্রণের অভিযোগ তুলতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।

ব্যর্থতা ঢাকতেই তথ্য গোপন করছে সরকার

ব্যর্থতা ঢাকতেই তথ্য গোপন করছে সরকার

বর্তমানে রাহুলের দাবি করোনা মোকাবিলায় মোদী সরকারের সমস্ত কৌশলই ব্যর্থ হয়েছে। এমনকী মৃতের আসল সংখ্যাও গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিন টুইট বার্তায় মোদী সরকারের উদ্দেশে তাঁর মন্তব্য, কোভিডের বিরুদ্ধে লড়াই করুন, কংগ্রেসের বিরুদ্ধে নয়। রাহুলের আরও অভিযোগ মিথ্যে ভাবমূর্তি ধরে রাখতে অক্সিজেন ঘাটতি থেকে করোনায় মৃতদের আসল তথ্য গোপন করছে ভারত সরকার। আর রাহুলের এই টুইটের পরেই ফের জোরদার শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাহুলের নিশানায় মন কী বাত

রাহুলের নিশানায় মন কী বাত

এদিকে দুদিন আগেই মোদীর মন কী বাত অনুষ্ঠান নিয়েও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এদিকে ওই অনুষ্ঠানেই করোনা যুদ্ধে দেশবাসীকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দিতে দেখা যায় মোদীকে। এমনকী করোনার দ্বিতীয় ঢেউয়ে যে গোটা দেশেই বড়সড় বিপর্যয় নেমে এসেছে তাও স্বীকার করেন তিনি। এবার তা নিয়ে বিদ্রুপাত্মক ভঙ্গিতে আক্রমণ শানাতে দেখা যায় সোনিয়া পুত্রকে।

 করোনা সঙ্কটে কংগ্রেস কর্মীদের জন্য বিশেষ আবেদন

করোনা সঙ্কটে কংগ্রেস কর্মীদের জন্য বিশেষ আবেদন

টুইটারে আক্রমণ শানিয়ে রাহুল লেখেন, " সিস্টেম ফেল করেছে, এই সময় জন কি বাত শোনা গুরুত্বপূর্ণ।" অন্যদিকে ওই টুইটেই কংগ্রেস কর্মীদেরও করোনা মোকাবিলায় পুরোদমে নামার জন্য আহ্বান জানান তিনি। টুইটারে তিনি লেখেন, " এই সময় দেশে সবথেকে বেশি করে সচেতন নাগরিকদের প্রয়োজন রয়েছে। এই কঠিন সময়ে আমি কংগ্রেসের দলীয় কর্মীদের অনুরোধ করব নিজের যথাসাধ্য মতো সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকুন।"

যোগীরাজ্য উত্তরপ্রদেশে অক্সিজেন না পেয়ে মমতার বাংলায় ছুটে এলেন দম্পতি, অযোধ্যা থেকে চুঁচুড়ায় আসতেই যা ঘটলযোগীরাজ্য উত্তরপ্রদেশে অক্সিজেন না পেয়ে মমতার বাংলায় ছুটে এলেন দম্পতি, অযোধ্যা থেকে চুঁচুড়ায় আসতেই যা ঘটল

 তথ্য নিয়ন্ত্রণ করছে সরকার

তথ্য নিয়ন্ত্রণ করছে সরকার

এদিকে এই নিয়ে একটানা ৬ দিনের দেশের করোনা গ্রাফ ৩ লক্ষের উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় মোদি সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে চলেছেন রাহুল। এমতাবস্থায় এদিন আরও একটি টুইট বার্তায় মোদী সরকারকে বিঁধে রাহুল অভিযোগ করেন, " মহামারি নিয়ে কেন্দ্রীয় সরকার করোনার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। ওরা মহামারি নিয়ন্ত্রণ করতে না পেরে তথ্য নিয়ন্ত্রণ করছে সরকার।"

English summary
Unable to control the epidemic, the Modi government is controlling the information of the dead in corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X