For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনে যতগুলি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী, শুনলে চমকে উঠবেন

রাজস্থানে একদিনে ৯৫০০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির আনুমানিক খরচ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রেকর্ড গড়তে চলেছে রাজস্থান সরকার। একদিনে ৯৫০০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলি মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প ও রাজ্য সরকারের অন্তর্গত বলেই জানা গিয়েছে। আগামী মঙ্গলবার, ২৯শে অগাস্টই এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিনে যতগুলি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী, শুনলে চমকে উঠবেন

রাজ্যের এই ৯৫০০টি সড়ক প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২৭ হাজার কোটি টাকা। আগামী সপ্তাহেই উদয়পুরে এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি ও মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে । ওইদিন জাতীয় সড়কের ১১টি সম্পূর্ণ হওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ৩ হাজার কিমি-রও বেশি ১০৯টি প্রকল্প চালু হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ও এনএইচএআই-এর অর্থে। এই প্রকল্পে থাকছে জাতীয় সড়ক সম্প্রসারণ এবং রাজ্য সড়কগুলির মেরামতি। এই ১০৯টি প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা।

ওইদিনই উদয়পুরে একটি বিশাল জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রাজ্যজুড়ে সরকারিভাবে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণের ব্যবস্থা করা হচ্ছে । উদয়পুর থেকেই বেশ কিছু আবাসন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। রাজস্থানে বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র এক বছর। সেকথা মাথায় রেখেই মোদী ও বসুন্ধরা রাজের এই প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
PM Modi will inaugurate 9500 road projects in a day from Udaipur, the projects are worth rs 27000 cr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X