For Quick Alerts
For Daily Alerts
জেলবন্দিদেরও আধার কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

ক্ষমতায় আসার আগে বিজেপি আধার কার্ডের বিরুদ্ধেই ছিল। কিন্তু পরে এর সুবিধা খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, আধার কার্ড বাতিল হচ্ছে না। বরং যাঁরা আধার কার্ড এখনও পাননি, তাঁদের এর আওতায় নিয়ে আসতে হবে। ক্রমশ কেন্দ্র এই মর্মেও সিদ্ধান্ত নেয় যে, জেলবন্দিদের আধার কার্ড থাকা জরুরি। নইলে পরে জেল থেকে ছাড়া পেলে সমাজের মূল স্রোতে ফিরতে এদের অসুবিধা হবে।
পশ্চিমবঙ্গের ৫৮টি জেলখানা রয়েছে। বন্দির সংখ্যা অন্তত ২০ হাজার। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মায়ানমারের নাগরিক হাজার চারেক। এদের বাদ দিয়ে বাকি ১৬ হাজার বন্দিকে আধার কার্ড দেওয়া হবে। কারা দফতরের এডিজি অধীরকুমার শর্মা জানান, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হচ্ছে রাজ্য জুড়ে। সরকারের হয়ে আধার কার্ড তৈরির কাজটি করবে উইপ্রো।