For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার 'রেকর্ড পতন' ঠেকাতে কোন পথে এগোতে চায় মোদী সরকার

ক্রমহ্রাসমান টাকার দাম। জলারের তুলনায় টাকার দামের রেকর্ড পনে রীতিমত অস্বস্তিতে মোদী সরকার। বেশ কয়েক মাসের হিসাবে 'টাকা' এশিয়ার বাজারে সবচেয়ে তলানিতে থাকা মুদ্রা হিসাবে উঠে আসছে।

  • |
Google Oneindia Bengali News

ক্রমহ্রাসমান টাকার দাম। জলারের তুলনায় টাকার দামের রেকর্ড পনে রীতিমত অস্বস্তিতে মোদী সরকার। বেশ কয়েক মাসের হিসাবে 'টাকা' এশিয়ার বাজারে সবচেয়ে তলানিতে থাকা মুদ্রা হিসাবে উঠে আসছে। যা নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির ওপর আশঙ্কার মেঘ ডেকে এনেছে।

টাকার মূল্য ইস্যুতে কোন পথে সরকার?

টাকার মূল্য ইস্যুতে কোন পথে সরকার?

ক্রমেই ডলারের তুলনায় ৭২ টাকার নিচে ঘোরাফেরা করছে টাকার দাম। এদিন বাজার খুলতেই দাম কিছুটা বাড়লেও তা স্বস্তিজনক হয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক আমলারা। কীভাবে পরিস্থিতি ফের সচল রাখা যায়, সেই বিষয়ে আরবিআই অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকারী আমলারা।

আর্থিক অবস্থা কেমন?

আর্থিক অবস্থা কেমন?

উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম টাকার দাম ডলারের তুলনায় পড়ে যায় ১১.৬ শতাংশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সময়ে অর্থ মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসছেন ব্যাঙ্ক পদস্থ অফিসাররা।

পরিস্থিতি কোন দিকে?

পরিস্থিতি কোন দিকে?

রিজার্ভ ব্যাঙ্ক আপাতত মুদ্রার বাডারকে সচল রাখতে ব্যস্ত। ডলার বিক্রির দিকে যেমন ঝুঁকছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তেমনইভাবেই , সেই সূত্র ধরে ফরেন এক্সচেঞ্জেও ঘাটতি দেখা দিতে শুরু করেছে । যা এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির পক্ষে ভালো খবর নয়।

কোন পদক্ষেপের দিকে এগোতে পারে সরকার?

কোন পদক্ষেপের দিকে এগোতে পারে সরকার?

আপাতত বাজারে টাকার দাম তলানিতে ঠেকতে শুরু করায় প্রবাসী ভারতীয়দের দিকে তাকিয়ে সরকার। যাতে তাঁদের গতিবিধির মাধ্যমে টাকার দামে খানিকটা দামের ফারাকের সমস্যা কাটিয়ে ওঠা যায়। তবে এই নিয়ে এখনও সেভাবে কিছু
জানানো হয়নি সরকারী সূত্রে।

English summary
Modi govt wants RBI to step up efforts to support falling rupee.The Indian government has asked the central bank to bolster efforts to support the rupee, Asia’s worst-performing currency of the past month, people familiar with the matter said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X