For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের পিছিয়ে পড়া অঞ্চলে এবার ফোর-জি পৌঁছে দিতে উদ্যোগ নিল মোদী সরকার

বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে ভারত। ডিজিটাল ইন্ডিয়ায় দ্রুতগতির ইন্টারনেটের সৌজন্যে হাতের মুঠোয় গোটাবিশ্ব। তবে এখনও দেশের বেশ কিছু অঞ্চলে পৌঁছোয়নি ফোর-জি ইন্টারনেট৷ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিসগড়, ঝড়খণ্ড এবং উড়িষ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে ভারত। ডিজিটাল ইন্ডিয়ায় দ্রুতগতির ইন্টারনেটের সৌজন্যে হাতের মুঠোয় গোটাবিশ্ব। তবে এখনও দেশের বেশ কিছু অঞ্চলে পৌঁছোয়নি ফোর-জি ইন্টারনেট৷ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিসগড়, ঝড়খণ্ড এবং উড়িষ্যার সেই সমস্ত প্রান্তিক গ্রামে দ্রুতিগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল মোদী সরকার।

ফোর-জি পৌঁছে দিতে উদ্যোগ নিল মোদী সরকার

বুধবার এই মর্মেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওই অঞ্চলগুলিতে ইন্টারনেট পৌঁছে দেওয়ায় অনুমোদন দিলেন তিনি। জানা গিয়েছে, পাঁচটি রাজ্যের মোট ৪৪টি গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ এর ফলে উপকৃত হবে ৭২৮৭টি গ্রাম।

তবে একদিনেই এই কর্মযজ্ঞ সম্পন্ন হবে না। এর জন্য খরচ হবে মোট ৬৪৬৬ কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত ব্যয়বহুল একটি প্রকল্পের খরচ দেবে কে? ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড (USAF) এই খরচ বহন করবে। কাজ শুরুর ১৮ মাসের মধ্যে তা শেষও করতে হবে। জেলা তথা গ্রামগুলিতে কোন সংস্থা ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে, তা নির্ধারণ করার জন্য যথারীতি নিলাম ডাকা হবে৷

অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যার ওই অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে গেলে লাভবান হবেন স্থানীয় মানুষরা। সরকার মনে করছে, এর ফলে সেখানের বাসিন্দারা আত্মনির্ভর হতে পারবেন,শিক্ষাক্ষেত্রে উপকৃত হবেন পড়ুয়ারা, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও সুবিধা হবে।

সবমিলিয়ে গোটা দুনিয়াটাই হাতের মুঠোয় পাবেন ব্যবহারকারীরা, ইন্টারনেট পরিষেবা থাকলে সুবিধা হবে প্রশাসনিক কাজ করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, 'দেশের সংস্কৃতিতে আদিবাসীদের অবদানকে সম্মান জানাতে ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস পালিত হয়৷

সেই দিনেই প্রধানমন্ত্রী মূলত আদিবাসী অধ্যুষিত গ্রামে এই পরিষেবা পৌঁছে দিচ্ছেন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ১২১৮টি গ্রাম, উড়িষ্যার ৩৯৩৩টি, মহারাষ্ট্রের ৬১০ টি, ছত্তিসগড়ের ৬৯৯টি, ঝাড়খণ্ডের ৪২৭টি গ্রাম রয়েছে। আশা করছি আগামী ১২-১৮ মাসেই কাজ শেষ হয়ে যাবে।'

English summary
Modi govt took initiative to deliver 4G to the backward areas of the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X