For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ সত্ত্ব বিক্রির পথে মোদী সরকার! টাটা থেকে হিন্দুজাদের দিকে নজর

  • |
Google Oneindia Bengali News

এয়ারইন্ডিয়ার সত্ত্ব বিক্রি ঘিরে আরও একধাপ এগিয়ে গেল সরকার। আপাতত মোদী সরকার এই সত্ত্ব বিক্রির জন্য নিলামের আহ্বানের দিকে পদক্ষেপ নিচ্ছে। আর দেশের অন্যতম এই সরকারী বিমান পরিষেবা সংস্থার ১০০ শতাংশ সত্ত্ব বিক্রি ঘিরে উঠে আসছে একাধিক তাবড় সংস্থার নাম।

 সত্ত্ব কিনতে আগ্রহীদের প্রতি বার্তা

সত্ত্ব কিনতে আগ্রহীদের প্রতি বার্তা


এদিন মোদী সরকারের তরফে সাফ জানানো হয়েছে, যে সমস্ত সংস্থা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ সত্ত্ব কিনতে আগ্রহী হবে, তারা যেন আগামী ১৭ মার্চের মধ্যে নিজেদের 'এক্সপ্রেশন অফ ইনটেরেস্ট' বা আগ্রহের বিষয়টি জানায় সরকারকে। তারপরই নির্ধারিত হবে কর্মসূচি।

 কোন কোন তাবড় সংস্থার দিকে নজর?

কোন কোন তাবড় সংস্থার দিকে নজর?

মনে করা হচ্ছে, এই সত্ত্ব বিক্রির প্রকল্পে দেশের তাবড় সংস্থার নাম উঠে আসছে আগ্রহী ক্রেতার তালিকায় । তারমধ্যে যেমন রয়েছে টাটা গোষ্ঠী তেমনই রয়েছে হিন্দুজা গোষ্ঠী, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থা। তবে প্রাথমিকভাব এমন সংস্থাগুলির নাম উঠে আসলেও, পরের দিকে আরও বেশ কিছু বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সত্ত্ব কিনতে আগ্রহ প্রকাশ করতে পারে বলে সূত্রের দাবি।

 বিদেশী বিনিয়োগ হতে পারে এয়ারইন্ডিয়ায়!

বিদেশী বিনিয়োগ হতে পারে এয়ারইন্ডিয়ায়!

মনে করা হচ্ছে, এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করার বিষয়ে আগ্রহী হতে পারে বিশ্বের বেশ কয়েকটি তাবড় সংস্থা। তারা দেশের কোনও সংস্থার সঙ্গে জোট বেঁধে এয়ার ইন্ডিয়াকে কিনে নিতে পারে। ফলে এই নিলামে 'জটেন্ট বিডার্স' দেখা যেতে পারে।

 চরম আর্থিক দুর্গতিতে রয়েছে এয়ার ইন্ডিয়া

চরম আর্থিক দুর্গতিতে রয়েছে এয়ার ইন্ডিয়া

পরিসংখ্যান যা বলছে , তাতে প্রতিদিনের হিসাবে ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়ে রীতিমতো ধুঁকছে এয়ার ইন্ডিয়া। ক্ষতির অঙ্ক মোট ৮৫৫৬ কোটি টাকা। তবে তারই সঙ্গে রয়েছে এয়ার ইন্ডিয়ার প্রবল সম্ভবনাময় বাণিজ্যিক দিক। এতগুলি অভ্যন্তরীণ বিমান , আন্তর্জাতিক পরিষেবা সহ একটি উন্নতমানের 'টেকনিক্যাল টিম'। সবমিলিয়ে সত্ত্ব বিক্রির ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সম্ভাবনা চবড়ান্ত। প্রসঙ্গত, ভারতের সাম্প্রতিক আর্থিক মন্দার বাজারে এয়ার ইন্ডিয়ার এই সত্ত্ব বিক্রি বড় পদক্ষেপ হতে চলেছে মোদী সরকারের কাছে।

English summary
Modi Govt To Sell 100 Per Cent Stake In Air India,All eyes on potential bidders .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X