For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

strategic oil reserve-খুলে দিচ্ছে মোদী সরকার! এক ধাক্কায় অনেকটাই দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের?

পেট্রোল-ডিজেলের দামে (Petrol-diesel Prices) উৎপাদক শুল্ক কমিয়েছে মোদী সরকার। আর তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে আম-জনতা। কিন্তু এই মুহূর্তে ক্রুড ওয়েলের (crude oil) দাম উপরের দিকে থাকার কারনে এখনও ভারতে পেট্রোল-ডিজেলের দ

  • |
Google Oneindia Bengali News

পেট্রোল-ডিজেলের দামে (Petrol-diesel Prices) উৎপাদক শুল্ক কমিয়েছে মোদী সরকার। আর তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে আম-জনতা। কিন্তু এই মুহূর্তে ক্রুড ওয়েলের (crude oil) দাম উপরের দিকে থাকার কারনে এখনও ভারতে পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকা থেকে ৯০ টাকার মধ্যে রয়েছে।

এক ধাক্কায় অনেকটাই দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের?

আর সেদিকে তাকিয়ে তেল উৎপাদক দেশগুলির সংগঠন OPEC- ক্রুড ওয়েলের উৎপাদন আর বাড়াতে চায় না।

আর সেদিকে তাকিয়ে ভারত, আমেরিকা সহ ক্রুড ওয়েলের বড় উপভোক্তাদেশগুলি জবাব দিতে নয়া রণনীতি নিয়েছে। এই সিদ্ধান্তে অনেকটাই কমতে চলেছে জ্বালানির দাম। সরকারের এক আধিকারিক মঙ্গলবার জানিয়েছেন, ভারত ক্রুড ওয়েলের দাম কমাতে strategic oil reserves থেকে ৫০ লাখ ব্যারোল ক্রুড ওয়েল বার করার সিদ্ধান্ত নিতে চলেছে।

ভারত আমেরিকা, চিন এবং অন্যবড় দেশগুলি বাজারে অতিরিক্ত ক্রুড ওয়েল আনতে কাজ করছে। জানা যাচ্ছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। ভারতের কাছে থাকা strategic oil reserves থেকে বার করা ক্রুড ওয়েল রিফাইনারি এন্ড পেট্রোক্যামিক্যাল লিমিটেড (MRPL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ম কর্পোরেশনের কাছে এই তেল বিক্রি করা হবে। এই দুটি তেল সংস্থা strategic oil reserves -এর সঙ্গে যুক্ত করা রয়েছে।

ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রয়োজন পড়লে ভারত নিজেদের strategic oil reserves থেকে অতিরিক্ত ক্রুড ওয়েল বার করতে পারবে। ভারত strategic oil reserves খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে এক ধাক্কায় ক্রুড ওয়েলের দাম কমবে বলে আশা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্নাটকে দুটি জায়গাতে strategic oil reserves বানিয়েছে ভারত। মোট এতে 3.8 কোটি ব্যারল তেল ধরে।

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গত সপ্তাহে দুবাইতে এই অনুষ্ঠানে জানিয়েছিলেন যে, তেলের দাম বাড়তে থাকায় এই প্রভাব বিশ্বের অর্থ ব্যবস্থাতে পড়ছে। আইআইএফ সিকিউরিটিজের কর্তা অনুজ গুপ্তা জানিয়েছেন, যদি ভারত, আমেরিকা সহ বড় বড় দেশগুলি তাঁদের রিজার্ভ ভান্ডার খুলে দেয় তাহলে বিশ্ব বাজারে তেলের দামে প্রভাব পড়বে। শুধু তাই নয়, এতে পেট্রোল-ডিজেলের দামেও কিছুটা স্বস্তি পাবে সাধারন মানুষ। তবে এই স্বস্তি কিছুটা সময়ের জন্যে পাওয়া যাবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।

কোন কোন দেশের কাছে তেলের ভান্ডার আছে?

আমেরিকা ছাড়া International Energy Agency অর্থাৎ IEA-এর ২৯ সদস্য দেশের কাছে স্ট্রেটেজিক ওয়েল ভান্ডার রয়েছে। এর মধ্যে ব্রিটেন, জাপান এবং অস্ট্রেলিয়াও রয়েছে। এই দেশগুলি ৯০ দিনের মোট তেল আমদানির সমান এমার্জেন্সি রিজার্ভ রাখতে পারে। বলে রাখা প্রয়োজন, চিন এবং আমেরিকার পর জাপানের কাছে সবচেয়ে বেশি এমারজেন্সি তেল ভান্ডার রয়েছে।

English summary
Modi govt to open strategic oil reserve, petrol diesel price to reduce
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X