For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম কমালো মোদী সরকার, দিওয়ালিতে দেশের মানুষের বোঝা কিছুটা লাঘব

এবার আর ফের দাম বৃদ্ধি নয়। এক ধাক্কায় পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম অনেকটাই কমালো মোদী (narendra modi) সরকার। এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা কর

  • |
Google Oneindia Bengali News

এবার আর ফের দাম বৃদ্ধি নয়। এক ধাক্কায় পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম অনেকটাই কমালো মোদী (narendra modi) সরকার। এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা করে কমানো হচ্ছে। এই দাম হ্রাস ৪ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

দিওয়ালিতে বড় সিদ্ধান্ত

দিওয়ালিতে বড় সিদ্ধান্ত

চলছে উৎসবের মরশুম। বাংলায় কালীপুজো আর সারা দেশে দিওয়ালি। এরই মধ্যে বড় ঘোষণা মোদী সরকারের। ৩ নভেম্বর বুধবার সন্ধেয় জানানো হয়েছে ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলে নিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা কমানো হচ্ছে। এটা বলে রাখা ভাল একভাবে টানা পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি যেমন এর আগে দেশ দেখেনি, ঠিক তেমনই এমন মূল্য হ্রাসও দেশ দেখেনি। তবে বিরোধীদের তরফে বারে বারে অভিযোগ করা হচ্ছিল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেলেও দেশের বাজারে দাম বৃদ্ধি চলছে।

রাজ্য সরকারগুলির কাছে আবেদন

রাজ্য সরকারগুলির কাছে আবেদন

পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন যেভাবে বৃদ্ধি হচ্ছিল তাতে সেই বৃদ্ধির বড় অংশ কেন্দ্রীয় সরকারের কোষাগারে গেলেও , বেশ কিছুটা যাচ্ছিল রাজ্য সরকারগুলির ঘরেও। তাই দেশব্যাপী সমালোচনা করা হলেও প্রায় কোনও রাজ্য সরকারই নিজ নিজ রাজ্যের ভ্যাট কমায়নি। তবে এবার এক্সাইজ ডিউটি কমানোর পরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির কাছে আবেদন করেছে, যেন ভ্যাট কমানো হয়। এখন রাজ্য সরকারগুলি কী করে এখন সেটাই দেখার।

রবি মরসুমে কৃষকদের সুবিধা

রবি মরসুমে কৃষকদের সুবিধা

কেন্দ্রীয় সরকারের তরফে আশা প্রকাশ করা হয়েছে, পেট্রোল ও ডিজেলে যে দাম কমানো হয়েছে, তাতে আসন্ন রবি মরশুমে কৃষকরা এর থেকে লাভবান হবেন। তাঁদের জেনারেটর সেট, পাম্প কিংবা ট্রাক্টর চালাতে জ্বালানির যে খরচ হচ্ছিল তার অনেকটাই কমে যাবে।

নিয়ন্ত্রণ করবে মুদ্রাস্ফীতি, সাহায্য গরিবদেরও

নিয়ন্ত্রণ করবে মুদ্রাস্ফীতি, সাহায্য গরিবদেরও

পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। দাম কমায় ব্যবহার বাড়বে। পাশাপাশি তা মুদ্রাস্ফীতিকে নিম্নমুখী রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই মূল্যহ্রাস মধ্যবিত্ত এবং গরিম মানুষকে সাহায্য করবে বলে মনে করছে অর্থমন্ত্রক।

৩ নভেম্বরের নিরিখে কলকাতা পেট্রোল ও ডিজেদের দাম লিটার পিছু যথাক্রমে ১১০.৪৯ টাকা এবং ১০১.৫৬ টাকা। দেশের অনেক শহরে ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার পিছু ১২০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তৃণমূলের অভিযোগে 'বিপাকে' ত্রিপুরার বিপ্লব দেব সরকার! রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশনতৃণমূলের অভিযোগে 'বিপাকে' ত্রিপুরার বিপ্লব দেব সরকার! রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

English summary
Government of India announces excise duty reduction on petrol and diesel by Rs 5 and Rs 10 respectively from 4 November.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X