For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন কি এবার ওঠার অপেক্ষায়! অর্থনীতি চাঙ্গা করতে কোন ব্লুপ্রিন্ট সরকারের

লকডাউন কি এবার ওঠার অপেক্ষায়! অর্থনীতি চাঙ্গা করতে কোন ব্লুপ্রিন্ট সরকারের

  • |
Google Oneindia Bengali News

গত ২৪ মার্চ মধ্যরাত থেকে লকাউনে ভারত। আজ সেই লকডাউনের এক মাস কাটছে। ২১ দিনের লকডাউনের পর ১৯ দিনের বাড়তি লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে ৩ মের পর লকডাউন উঠবে কি না , তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একদিকে দেশের স্বাস্থ্যের অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্য অন্যদিকে অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য। সবমিলিয়ে লকডাউন উঠে যাওয়ার পর কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সরকার কিছু বিষয় স্থির করেছে বলে খবর।

লকডাউন ওঠানোর জন্য কোন পন্থা ?

লকডাউন ওঠানোর জন্য কোন পন্থা ?

লকডাউন উঠে যাওয়া মানেই যে সমস্ত সেক্টর দেশে খুলে যাবে , তা নয়। এই নিয়ে যে নতুন পন্থা মোদী সরকার অবলম্বন করেছে ,তাতে জানা যাচ্ছে, 'খুব কম রাস্তায় জনসমাগম ও সবচেয়ে বেশি কাজ' এই পন্থায় দেশের কারখানা ও অফিসগুলিকে নিয়ে অর্থনীতি চাঙ্গা করতে প্রস্তুত কেন্দ্র।

 ৩ মের পরও কি লকডাউন থাকছে?

৩ মের পরও কি লকডাউন থাকছে?

৩ মের পরও লকডাউন থাকবে কি না, তা নিয়ে প্রবল জল্পনা রয়েছে। এদিকে, মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ঠিক হয়েছে ১৫ মে পর্যন্ত ট্রেন বা বিমানের বুকিং এখনই শুরু হবে না। তার ফলে লকডাউনের মেয়াদ ঘিরে রীতিমতো জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও স্বাস্থ্যমন্ত্রকের দাবি, করোনার জেরে ভারতের আক্রান্তের গ্রাফ এবার নিচের দিকে।

লকডাউন উঠলে কীভাবে কাজ?

লকডাউন উঠলে কীভাবে কাজ?

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, লকডাউন উঠলেও যে সমস্ত সংস্থাগুলি গ্রিন জোনে রয়েছে সেখানে বাড়তি সতর্কতা নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে শিল্প ও বাণিজ্যমহলের সঙ্গে সরকারের উচ্চপদস্থ আমলারা ইতিমধ্যেই বৈঠক করেছেন বলে খবর।

 'ওয়ার্ক ফ্রম হোম' বাড়ানোর পথে কেন্দ্র!

'ওয়ার্ক ফ্রম হোম' বাড়ানোর পথে কেন্দ্র!

শোনা যাচ্ছে, উৎপাদন ক্ষেত্রে ছাড়া বাকি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম এর পরিমাণ বাড়ানোর দিকে হাঁটতে চাইছে কেন্দ্র। যাতে রাস্তাঘাটে কাজে যাওয়া ও অফিস তেকে ফেরা মানুষের ভিড় বেশি না হয়। সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতেও উৎপাদন ক্ষেত্রে কাজের শিফ্টিং তৈরি করে কাজ করার বিষয়ে এগিয়ে যেতে চাইছে সংস্থাগুলি।

 ১৫ নিয়ে আশঙ্কা!

১৫ নিয়ে আশঙ্কা!

তবে বর্তমানে যা খবর, তাতে ১৫ মে-র পরই এই সমস্ত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে পারে সরকার। তবে প্রশ্ন উঠছে যে তাহলে কি ১৫ মে পর্যন্তই করোনার লকডাউন ভারতে স্থায়ী থাকবে? উত্তরের খোঁজ সমস্ত মহলে।

করোনার জেরে সোনার ১০ গ্রামের দাম ১ লাখের কাছাকাছি যেতে পারে!বিশ্লেষণ ঘিরে উদ্বেগ করোনার জেরে সোনার ১০ গ্রামের দাম ১ লাখের কাছাকাছি যেতে পারে!বিশ্লেষণ ঘিরে উদ্বেগ

English summary
Modi Govt Readies Post- Coronavirus Lockdown Plan to Reboot Economy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X