For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে কল্পতরু মোদী! কৃষক অসন্তোষ মেটাতে বাজেট ঘিরে কোন পথে এগোতে পারে কেন্দ্র

ভোটের আগে কল্পতরু মোদী! কৃষক অসন্তোষ মেটাতে বাজেট ঘিরে কোন পথে এগোতে পারে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

চার রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাংলরা ভোটের নোটিস জারি হতে পারে। এমন এক পরিস্থিতিতে ভোটের আগে কার্যত মোদী সরকারের বাজেট ফোকাসে থাকবে দেশের সমস্ত প্রান্তের রাজনৈতিক শিবিরের। আর এবার কৃষক অসন্তোষকে মাথায় রেখে বড় পদক্ষেপের পথে মোদী সরকার এগিয়ে যেতে পারে।

 অভূতপূর্ব বাজেট আসছে!

অভূতপূর্ব বাজেট আসছে!

ইতিমধ্যেই জানানো হয়েছে, যে আগামী ২৯ জানুয়ারি বাজেট অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের হাত ধরে শুরু হবে। এদিকে, সেই বাজেট সেশন নিয়ে নির্মলা সীতারমন ইতিমধ্যেই আভাস দিয়েছেন যে, যে বাজেট আগে কখনও দেখেনি ভারত, তাইই তিনি এবার তুলে দিতে চলেছেন মানুষকে।

 কৃষণ অসন্তোষ ফোকাসে!

কৃষণ অসন্তোষ ফোকাসে!

এদিকে, কৃষক অসন্তোষকে ফোকাসে রেখে বাজেটের নক্সা তৈরি শুরু হয়েছে দিল্লির বুকে। দিল্লির সীমান্তে যখন কৃষকরা ক্রমাগত বিক্ষোভের আগুন তুঙ্গে রাখছেন, তখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে নগদের অর্থ বাড়ানোর পথে মোদী সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

কিষাণ সম্মান নিধি ও বর্তমান পরিস্থিতি

কিষাণ সম্মান নিধি ও বর্তমান পরিস্থিতি

বর্তমানে কিষাণ সম্মান নিধিতে ৬০০০ হাজার টাকা বার্ষিক হিসাবে নগদ পাচ্ছেন কৃষকরা। যা তিনটি সমান কিস্তিতে দেওয়া হয়। ২০০ টাকা করে প্রতি কিস্তিতে টাকা যায়। প্রথম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ , পরবর্তীতে এপ্রিল থেকে জুলাই, তারপর অগাস্ট থেকে নভেম্বর।আর সেই অঙ্ককই বাড়িয়ে দেওয়া হতে পারে বলে খবর।

 ভোট ও মোদী সরকার

ভোট ও মোদী সরকার

প্রসঙ্গত, আসন্ন ২০২১ বিধানসভা ভোটে বাংলায় যেমন গদি দখল করা লক্ষ্য বিজেপির, তেমনই অসমে গদি ধরে রাখার লড়াই। তামিলভূমে শরিক এআইএডিএমকেকে ছাপিয়ে যাওয়ার লড়াই প্রাধান্য পেয়েছে বিজেপির কাছে। অন্যদিকে, কেরলে বাম ভোটে ছোবলের হাতছানি রয়েছে গেরুয়া শিবিরের কাছে। এমন এক পরিস্থিতির মাধে দিল্লি সীমান্তে কৃষক আসন্তোষ পাঞ্জাব , হরিয়ানাকে বিজেপির বিরুদ্ধে তাতিয়ে তুলেছে। ফলে বাজেটে যে কৃষক ইস্যুই ফোকাসে থাকছে, তা বলাই বাহুল্য।

দিল্লি যাচ্ছেন শতাব্দী, অমিতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা, নতুন ফেসবুক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনাদিল্লি যাচ্ছেন শতাব্দী, অমিতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা, নতুন ফেসবুক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

English summary
Modi govt may increase Rs 6,000 cash support under PM-KISAN for farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X