For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএসএনএল-এর পথে এবার এসবিআই! প্রায় ৩০ হাজার কর্মীর স্বেচ্ছা অবসরের প্রস্তুতি মোদী সরকারের

বিএসএনএল-এর পথে এবার এসবিআই! প্রায় ৩০ হাজার কর্মীর স্বেচ্ছা অবসরের প্রস্তুতি মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

খরচ কমাতে এবার ভিআরএস-এর পরিকল্পনা এসবিআই-তে। প্রাথমিক পরিকল্পনায় ৩০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে। ২০২০-র মার্চে এসবিআই-এ কর্মী সংখ্যা ছিল ২.৪৯ লক্ষ। ঠিক একবছর আগে এই কর্মী সংখ্যা ছিল ২.৫৭ লক্ষ।

এসবিআই-এ স্বেচ্ছা অবসরের পরিকল্পনা

এসবিআই-এ স্বেচ্ছা অবসরের পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, এসবিআই-এর ভিআরএস-এর জন্য পরিকল্পনা হয়েছে। যা এখনও বোর্ডের অনুমতি পাওয়া বাকি আছে। স্থায়ী চাকরিতে থাকা অফিসার ও কর্মী যাঁরা ২৫ বছর চাকরি করেছেন কিংবা ৫৫ বছর বয়স হয়ে গিয়েছে, তাঁদের এই প্রকল্পের আওতায় আনা হবে।

প্রকল্পে সুযোগ ১ ডিসেম্বর থেকে

প্রকল্পে সুযোগ ১ ডিসেম্বর থেকে

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্প শুরু হতে চলেছে ১ ডিসেম্বর এবং তা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চালু থাকবে।

প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার

প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার

প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার অফিসার ও কর্মী আসবেন। আলাদা করে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে ১১,৫৬৫ জন অফিসার এবং ১৮৬২৫ জন কর্মী এই প্রকল্পে অধীনে আসতে চলেছেন।

 জানুয়ারিতেই অবসর নিয়ে বিএসএনএল-এর প্রায় ৭৮ হাজার কর্মী

জানুয়ারিতেই অবসর নিয়ে বিএসএনএল-এর প্রায় ৭৮ হাজার কর্মী

এবছরের জানুয়ারিতে বিএসএনএল-এর প্রায় ৭৮ হাজার কর্মী স্বেচ্ছা অবসর নিয়েছেন। বিএসএনএল-এর কর্মী সংখ্যা ছিল দেড়লক্ষের কিছু বেশি। প্রকল্পে বলা হয়েছিল ৫০ বছর কিংবা তার বেশি বয়স্করা স্বেচ্ছা অবসর নিতে পারবেন। যাঁরা সেই সময় অবসর নিয়েছেন, তাঁরা ৪০ মাসের বেতনের ১২৫ শতাংশ পাবেন। এছাড়াও ছিল পেনশনের সুবিধা।

দেশের জিডিপির হাল আশঙ্কা জনক, ভয় পাওয়া উচিত মোদী সরকারের, তোপ রাজনেরদেশের জিডিপির হাল আশঙ্কা জনক, ভয় পাওয়া উচিত মোদী সরকারের, তোপ রাজনের

English summary
Modi Govt is preparing for VRS in SBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X