For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকার প্রবঞ্চক! জিএসটি নিয়ে বিস্ফোরক রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

মোদী সরকার প্রবঞ্চক! জিএসটি নিয়ে বিস্ফোরক রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

  • |
Google Oneindia Bengali News

ভগবানের মার নয় প্রবঞ্জকের মার। এই ভাষাতেই জিএসটি নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। এদিন এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জিএসটি নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। প্রসঙ্গত কোভিড পরিস্থিতিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন বলেছিলেন ভগবানের মার। এদিন তারই পাল্টা মন্তব্য করেন অমিত মিত্র। তিনি বলেন, ভগমার নয় প্রবঞ্চকের মার।

 কেন্দ্রকে আক্রমণ

কেন্দ্রকে আক্রমণ

নতুন ভাষায় কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারের অর্থমন্ত্রীর। মোদী সরকারকে প্রবঞ্চকের সঙ্গে তুলনা করেছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সমালোচনায় সবর হয়েছেন।

জিএসটি নিয়ে সমালোচনা

জিএসটি নিয়ে সমালোচনা

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অমিত মিত্র বলেন, জিএসটির ক্ষতিপূরণ না মিটিয়ে রাজ্যকে ধার করতে বলছে কেন্দ্র। এর ফলে যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। জিএসটি নিয়ে কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার নারাজ বলেন জানিয়েদেন তিনি।

কেন্দ্রীয়করণের পথে কেন্দ্র

কেন্দ্রীয়করণের পথে কেন্দ্র

অমিত মিত্রের অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকার যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে কেন্দ্রীয়করণের পথে হাঁটতে চাইছে।

 জিএসটি নিয়ে কেন্দ্রের মত

জিএসটি নিয়ে কেন্দ্রের মত

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিয়েছিলেন, চলতি অর্থবর্ষে রাজ্যগুলি থেকে ৩ লক্ষ কোটি টাকা আয় কম হবে। সেস থেকে ৬৫ হাজার কোটি টাকা আয় হলেও, বাকি টাকাটা অধারই। ফলে রাজ্যগুলিকে তা পূরণ করতে হবে ঋণ নিয়ে। সীতারমন বলেছিলেন কেন্দ্রকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কোভিড-১৯। আর কোভিড হল ভগবানের মার।

মুকুল তৃণমূলে ফিরবেন নাকি বিজেপির শক্তি বাড়াবেন, নয়া পদক্ষেপে জোর জল্পনামুকুল তৃণমূলে ফিরবেন নাকি বিজেপির শক্তি বাড়াবেন, নয়া পদক্ষেপে জোর জল্পনা

English summary
Modi Govt is Deceptive, says Bengal Finance Minister Amit Mitra on GST issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X