For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান এদিক নিয়ে লাফাচ্ছে, ওদিকে অধিকৃত কাশ্মীর দখলে নেওয়ার মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছেন মোদী

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা গত অগাস্টের শুরুতে তুলে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা গত অগাস্টের শুরুতে তুলে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়েছে। একদিকে জম্মু-কাশ্মীর অন্যদিকে লাদাখ। ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতার পর থেকে জম্মু কাশ্মীরকে অস্থায়ীভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল সংবিধানে। সেই অস্থায়ী অবস্থা তুলে নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার অন্যরকম পথে হাঁটার চেষ্টা করেছে।

নতুন শপথ

নতুন শপথ

এই ঘটনা নিয়ে পাকিস্তান সারা বিশ্বের সামনে সরব হলেও কেন্দ্র কঠোর মনোভাব পোষণ করছে। এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যে দাবি করেছিলেন, এদিনও একই দাবি করলেন তিনি। জিতেন্দ্র বলেছিলেন, সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মধ্যে সংযুক্ত করার। সেই দাবিই তিনি ফের একবার করলেন।

পাক অধিকৃত কাশ্মীর হবে ভারতের অংশ

পাক অধিকৃত কাশ্মীর হবে ভারতের অংশ

জিতেন্দ্র সিং জানিয়েছেন, এবার সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীরের জায়গাগুলি ফের একবার ভারতের মধ্যে ফিরিয়ে এনে সেটিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার। তিনি আরও বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার স্বপ্ন বা অঙ্গীকার শুধু বিজেপি সরকারের নয়, এর আগে কংগ্রেস শাসিত পিভি নরসীমা রাও-এর সরকারেরও ছিল। তারাও চেয়েছিলেন যাতে অধিকৃত কাশ্মীর ফের একবার ভারতের মূল ভূখণ্ডের অংশ হয়।

ভারত সরকারের স্বপ্ন

ভারত সরকারের স্বপ্ন

এর আগে জিতেন্দ্র বলেছিলেন, আমরা ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় ৩৭০ ধারা উঠে গিয়েছে তা দেখে যেতে পারলাম। তিনটি প্রজন্মের আত্মত্যাগের পর এই ঘটনা সম্ভব হয়েছে। এই পরই তিনি বলেন এই ঐতিহাসিক পদক্ষেপের পর আরও এক পা এগিয়ে যেতে হবে এবং পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে হবে। এবং কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে।

অতীতে পাশ রেজোলিউশন

অতীতে পাশ রেজোলিউশন

প্রসঙ্গত, ১৯৯৪ সালে সংসদে রেজোলিউশন প্রসঙ্গ উল্লেখ করেন। যখন সংসদে সকলে সর্বসম্মতিক্রমে পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার কথায় সম্মত হয়েছিলেন।

এগোচ্ছে মোদী সরকার

এগোচ্ছে মোদী সরকার

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রথম একশো দিন সম্পর্কে বলতে গিয়ে জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্র সরকার প্রথম একশো দিনেই অনেক ঐতিহাসিক পদক্ষেপ করেছে। তার মধ্যে অন্যতম হল কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়া। তাঁর কথায়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। এবং কাশ্মীর খুব দ্রুততার সঙ্গে শান্তির পথে এগিয়ে যাচ্ছে।

<strong>[ চন্দ্রযানের বিজ্ঞানীই 'বিদেশি', 'বিদেশি' সেনারাও! মোদীকে এনআরসি-নিশানা অধীরের ]</strong>[ চন্দ্রযানের বিজ্ঞানীই 'বিদেশি', 'বিদেশি' সেনারাও! মোদীকে এনআরসি-নিশানা অধীরের ]

[ বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ ][ বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ ]

English summary
Modi govt is aiming to retrieve Pak occupied Kashmir and merge it with India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X