For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প! মাসে ২০০ টাকায় বছরে ৭২ হাজার টাকার পেনশনের ব্যবস্থা

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে জোর দিয়েছে। সম্প্রতি দুটি প্রকল্পের সূচনা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে জোর দিয়েছে। সম্প্রতি দুটি প্রকল্পের সূচনা করা হয়েছে। যার মধ্যে একটি হল প্রতি মাসে ২০০ টাকা করে দিয়ে বছরে ৭২ হাজার টাকা পেনশন নিশ্চিত করা। এই প্রকল্পে অংশ গ্রহণ করা যেতে পারে ৩০ বছর বয়স থেকে। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।

মোদী সরকারের দুই পেনশন প্রকল্প

মোদী সরকারের দুই পেনশন প্রকল্প

সরকারের দুটি প্রকল্প হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন এবং ন্যাশনাল পেনশন স্কিম। গত সপ্তাহে পেনশন সপ্তাহ পালন করে সরকার। সেখানে শ্রমমন্ত্রী বলেন, দুটি প্রকল্পই সাধারণ আর তাতে কোনও রকমের ঝামেলা নেই।

মাসে বিনিয়োগ ৫৫ থেকে ২০০ টাকা

মাসে বিনিয়োগ ৫৫ থেকে ২০০ টাকা

সরকারের দাবি অনুযায়ী, দুটি প্রকল্পে নাম নথিভুক্ত করতে সময় লাগবে ২-৩ মিনিট। আর মাসে মাসে দিতে হবে ৫৫ থেকে ২০০ টাকা। আবেদনকারীর বয়সের ওপর নির্ভর করে তা নির্ভর করছে।

পেনশনের হিসেব

পেনশনের হিসেব

শ্রমমন্ত্রী জানিয়েছেন, ৩০ বছরের যদি কেউ এই প্রকল্পে অংশ নেন তাহলে মাসে ১০০ টাকা করে দিতে হবে। বছরে ১২ টাকা। আর ৩০ বছরে ৩৬ হাজার টাকা। ৬০ বছর বয়সে বছরে ৩৬ হাজার টাকা করে পেনশন মিলবে। আর যদি পেনশন প্রাপকের মৃত্যু হয় তাহলে তাঁর স্ত্রী বছরে অর্ধেক অর্থাৎ মাসে দেড় হাজার টাকা করে পাবেন। যদি স্বামী স্ত্রী দুজনেই এই প্রকল্পে যোগ দেেন তাহলে পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।

ব্যবসায়ীদের জন্য রয়েছে এনপিএস

ব্যবসায়ীদের জন্য রয়েছে এনপিএস

সাধারণের জন্য যেমন রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, ঠিক তেমনই ব্যবসায়ীদের জন্য রয়েছে, এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম।

English summary
Modi Govt has started social security scheme to ensure yearly pension of Rs 72000 by investing Rs 200 per month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X