For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের, বাজেটে ঘোষণা নির্মলা সীতারমনের

সরকারের হাতে থাকা এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের। সংসদে এদিনের বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

সরকারের হাতে থাকা এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। সংসদে এদিনের বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখনও দেশের সব থেকে বিমা সংস্থা এলআইসি। সেই সংস্থা বিক্রি করা হবে ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে। এছাড়াও অর্থমন্ত্রী সরকারের হাতে থাকা আইডিবিআই ব্যাঙ্কের বাকি অংশ বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত

এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত

সরকারের হাতে থাকা এলআইসি আংশিক বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারে। সংসদে এদিনের বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এলআইসি বিক্রি করা হবে ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে।

বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ২.১ লক্ষ কোটি টাকা

বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ২.১ লক্ষ কোটি টাকা

২০১৯-২০ সালে সরকারের বিলগ্নিকরণের মাত্রা ছিল ১.০৫ লক্ষ কোটি টাকা। এবারের বাজেটে( ২০২০-২১) বিলগ্নিকরণের মাত্রা ধার্য করা হয়েছে ২.১ লক্ষ কোটি টাকা।

টার্গেট নির্ভর করছে এলআইসি বিক্রির ওপর

টার্গেট নির্ভর করছে এলআইসি বিক্রির ওপর

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই টার্গেট অনেকটাই নির্ভর করে আছে এলআইসির বিক্রির ওপর। তবে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অর্থ সংগ্রহের জন্য এলআইসির ফান্ড ব্যবহার করেছিল সরকার।

২০১৯-২০ বর্ষে আয ১৮,০৯৪ কোটি টাকা

২০১৯-২০ বর্ষে আয ১৮,০৯৪ কোটি টাকা

এবছরের লক্ষ্য থেকে অনেকটাই দূরে রয়েছে মোদী সরকার। এখনও পর্যন্ত বিলগ্নিকরণ থেকে আয় হয়েছে ১৮,০৯৪ কোটি টাকার। এর মধ্যে রয়েছে রেল বিকাশ নিগম এবং আইআরসিটিসির আইপিও থেকে যথাক্রমে ৪৭৫.৮৯ এবং ৬৩৭.৯৭ কোটি টাকা।

যদিও ইতিমধ্যেই দেশের বিরোধী দলগুলি এবং এলআইসির কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে এলআইসির বিলগ্নিকরণের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করা হয়েছে।

English summary
Modi Govt has decided to sell parts of its holdings in LIC, FM Sitharaman accounces in her Budget 2020 speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X