For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য আরও সুখবর! সপ্তম বেতন কমিশনের আরও সুফল মিলবে ১ জুলাই, ২০১৭ থেকে

সরকারি কর্মীদের জন্য আরও সুখবর! সপ্তম বেতন কমিশনের আরও সুফল মিলবে ১ জুলাই, ২০১৭ থেকে

Google Oneindia Bengali News

সপ্তম বেতম কমিশনের তরফে রাত্রিকালীন ডিউটির ভাতা সুপারিশ করা হয়েছিল আগেই। কিন্তু এতদিন তা লাগু করা হয়নি। এবার উদ্যোগী হয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। এব্যাপারে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। একটা নির্দিষ্ট গ্রেড পে-র মধ্যে থাকা সব কর্মীরা যাঁরা রাতের ডিউটি করবেন, তাঁদের জন্য এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

 ১ জুলাই ২০১৭ থেকে কার্যকর

১ জুলাই ২০১৭ থেকে কার্যকর

এই মাসে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলেও, তা কার্যকর করা হবে ১ জুলাই, ২০১৭ থেকে।

কাজ হবে রাত ১০ টা থেকে সকাল ৬

কাজ হবে রাত ১০ টা থেকে সকাল ৬

রাতের ডিউটি বলতে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কাজের কথা বলা হয়েছে।

নির্দিষ্ট করা হয়েছে বেসিক পে

নির্দিষ্ট করা হয়েছে বেসিক পে

নাইট ডিউটির জন্য বেসিক পে-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট বেসিক পে-র মধ্যে থাকা কর্মীরাই নাইট ডিউটির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবেন। সেই বেসিক পে হল মাসে ৪৩৬০০ টাকা।

প্রতিঘন্টায় ১০ মিনিট ওয়েটেজ

প্রতিঘন্টায় ১০ মিনিট ওয়েটেজ

কর্মীদের প্রতিঘন্টায় ১০ মিনিটের ওয়েটেজ হিসেবে ভাতা দেওয়া হবে। ঘন্টার ভিত্তিতে ভাতা দেওয়া হবে। যা কিনা সমান হবে বিপি+ডিএ/২০০। এর জন্য আলাদা হিসেব যেমন হবে, তেমনই নাইট ডিউটি অ্যালাউন্সও আলাদা করে হিসেব করা হবে।

মোদী-আবে বৈঠকের আগেই চিনকে কড়া বার্তা জাপানের! হংকং নিয়ে কঠোর পদক্ষেপ টোকিওরমোদী-আবে বৈঠকের আগেই চিনকে কড়া বার্তা জাপানের! হংকং নিয়ে কঠোর পদক্ষেপ টোকিওর

English summary
Modi Govt has changed night duty allowance rules on recomendations of 7th Pay Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X