For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যান ও আধার সংযোগ করেছেন কি, না হলে আরও একবার সুযোগ দিচ্ছে মোদী সরকার

প্যান (pan) ও আধার (aadhaar) সংযোগ এখনও না করে থাকলে আরও একবার সময় পেতে চলেছেন। এদিন আয়কর দফতরের তরফে জানানো হয়েছে প্যান ও আধার সংযোগের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ধার্ষ করা হয়েছিল

  • |
Google Oneindia Bengali News

প্যান (pan) ও আধার (aadhaar) সংযোগ এখনও না করে থাকলে আরও একবার সময় পেতে চলেছেন। এদিন আয়কর দফতরের তরফে জানানো হয়েছে প্যান ও আধার সংযোগের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ধার্ষ করা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। বলা হয়েছিল এই সময়ের মধ্যে সংযোগ না করতে পারলে প্যান অবৈধ হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি

করদাতারা অসুবিধায় পড়েছেন, তা বুঝতে পেরে এদিন কেন্দ্রীয় সরকারের তরফে আধারের সঙ্গে প্যান সংযোগের সময়সীমা বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ।

করোনা পরিস্থিতির জন্য সময় বাড়ানো হয়েছে

করোনা পরিস্থিতির জন্য সময় বাড়ানো হয়েছে

আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন। করদাতাদের তরফ থেকেও তাদের কাছে এই সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। তাই পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রকের তরফে শাস্তির কথা বলা হয়েছিল

অর্থমন্ত্রকের তরফে শাস্তির কথা বলা হয়েছিল

এর আগে অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছিল, যাঁরা আধারের সঙ্গে প্যান কার্ড সংযোগ ৩১ মার্চের মধ্যে করতে পারবেন না, তাঁদেরকে শুধুমাত্র এক হাজার টাকা জরিমানাই নয়, প্যানও বাতিল হয়ে যাবে। আয়কর আই ১৯৬১-র অধীনে সেকশন 234H-এর অধীনে তা নির্দিষ্ট করা হয়েছে। ২৩ মার্চ লোকসভায় ২০২১-এর অর্থবিল পাশ করানোর সময় এই সেকশনটি অন্তর্ভুক্ত করা হয়

আর্থিক লেনদেন করা যাবে না

আর্থিক লেনদেন করা যাবে না

একবার প্যান অবৈধ কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়লে, কেউ কোনও রকমের অর্থনৈতিক লেনদেন করতে পারবেন না। কেননা ৫০ হাজারের ওপরে কোনও লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড জরুরি। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা আয়কর রিটার্নও জমা করা যাবে না।

মধ্যবিত্তকে জোর ধাক্কা মোদী সরকারের, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪% থেকে কমে হল ৩.৫% মধ্যবিত্তকে জোর ধাক্কা মোদী সরকারের, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪% থেকে কমে হল ৩.৫%

English summary
Modi Govt extends deadline for linking PAN with Aadhaar till June 30
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X