For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: ২০২২ নাগাদ আয় দ্বিগুণ করার পরিকল্পনা, কৃষকদের জন্য দরাজ হাত মোদী সরকারের

২০২২ সাল নাগাদ দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধ পরিকর মোদী সরকার। এদিন কেন্দ্রীয় বাজেট ২০২০ পেশ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

  • |
Google Oneindia Bengali News

২০২২ সাল নাগাদ দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধ পরিকর মোদী সরকার। এদিন কেন্দ্রীয় বাজেট ২০২০ পেশ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে ৬.১১ কোটি কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকরা যাতে সোলার সাহায্য নিতে পারেন, তার জন্য উৎসাহ দেবে কেন্দ্র।

কৃষকদের জন্য সোলার পাওয়ার ইউনিট

কৃষকদের জন্য সোলার পাওয়ার ইউনিট

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে ঘোষণার শুরুতেই ছিল কৃষকদের কথা। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে ৬.১১ কোটি কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ২০২২ সাল নাগাদ মোদী সরকার দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে চায়। অর্থমন্ত্রী বলেন, কৃষকরা তাঁদের ফাঁকা জমিতে সোলার পাওয়ার ইউনিট গড়ে তুলতে পারে। এরজন্য ১৬ দফা কর্ম পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জল ও সার দিয়ে সাহায্য

জল ও সার দিয়ে সাহায্য

অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত সার ও জল দিয়ে কৃষকদের সাহায্য করতে চায়। এর জন্য পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

পচনশীল বস্তুর জন্য পর্যাপ্ত হিমঘর

পচনশীল বস্তুর জন্য পর্যাপ্ত হিমঘর

দেশে উৎপন্ন পচনশীল বস্তুর জন্য পর্যাপ্ত হিমঘর তৈরির কথাও বলেছেন অর্থমন্ত্রী।. ভারতীয় রেল এই প্রক্রিয়ায় সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। পিপিপি মডেলে কিষাণ রেল তৈরি করা হবে। যার মাধ্যমে পচনশীল বস্তু খুব তাড়াতাড়ি দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। কৃষকদের জন্য কৃষি উড়ানেরও বন্দোবস্ত করা হবে।

হর্টিকালচারকে গুরুত্ব

হর্টিকালচারকে গুরুত্ব

জেলা পর্যায়ে হর্টিকালচারকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও জৈবিক খেতির অললাইন প্রোজেক্টকে জোরদার করা হবে। হর্টিকালচার সেক্টরের জন্য বাজেটে ৬৯ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

১৫ লক্ষ কোটির ঋণের টার্গেট

১৫ লক্ষ কোটির ঋণের টার্গেট

২০২০-২১ অর্থবর্ষে ১৫ লক্ষ কোটি টাকার এগ্রি ক্রেডিট টার্গেট রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

English summary
Modi Govt commits to double farmers income by 2020, says FM Nirmala Sitharaman in Budget 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X