For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম্ভবকে সম্ভব করে বিরোধী জয়ললিতা, করুণানিধির প্রশংসা কুড়লো মোদী সরকারের বাজেট

Google Oneindia Bengali News

অসম্ভবকে সম্ভব করে বিরোধী জয়ললিতা, করুণানিধির প্রশংসা কুড়লো মোদী সরকারের বাজেট
চেন্নাই, ১১ জুলাই: অসম্ভবও সম্ভব হল। মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট বিজেপি ও তাঁদের জোটসঙ্গীদের প্রশংসাই যে কুড়লো তা নয় বরং বিরোধীদের মুখেও হাসি ফোটাল। এমন বেশ কয়েক বিরোধী নেতা যারা সবসময় নরেন্দ্র মোদীর বিরোধীতাই করে এসেছেন, সমালোচনা করেছেন, বাজেটের পর তাদের মুখেই প্রশস্তির হাসি। ডিএমকে সুপ্রিমো করুণানিধি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাদের মধ্যে অন্যতম।

নয়া বাজেটে খুশি করুণানিধি। কেন্দ্র কৃষকদের জন্য বাজার খুলবে যাতে কৃষকরা নিজেদের পণ্য বিক্রি করতে পারবে। আর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি। করুণানিধি জানিয়েছেন, সার্বিকভাবে দেখতে গেলে এর বাইরেও স্বাগত জানানোর মতো আরও অনেক ঘোষণা করা হয়েছে বাজেটে। সেচ সুবিধার উন্নয়নের জন্য যে ১০০০ কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে তাতেও খুশি ডিএমকে সুপ্রিমো।

ডিএমকে-র শাসনকালে তামিলনাড়ুতে "উজহাভর সন্ধাই" (কৃষকদের বাজার) গঠন করা হয়েছিল। এই বাজারে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য সরাসরি গ্রাহকদেক কাছে বিক্রি করতে পারত।

তামিলনাড়ুর জন্য কেন্দ্র যে ৫টি নতুন ট্রেন ঘোষণা করেছে এবং এনডিএ-র রেল বাজেটে যাত্রী নিরাপত্তাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে খুশি করুণানিধি। যদিও রেলে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের বিরোধীতা করেছেন তিনি।

এআইএডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাও মোদী সরকারের প্রথম বাজেটের প্রশংসা করেছেন। জয়ললিতা জানিয়েছেন, কোষাগার ঘাটতি মেটাতে অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট দলিল অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ।

একইসঙ্গে, অর্থমন্ত্রী অরুণ জেটলি নিজের বাজেট বক্তৃতায় নদীর সংযুক্তিকরণের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এবিষয় দ্রুত বিস্তারিত গবেষণার আর্জি কেন্দ্রের কাছে জানিয়েছেন তিনি।

তামিলনাড়ুতে বৃহদ বস্ত্রবয়ন কেন্দ্র এবং পোন্নেরির উন্নয়ন করে আধুনিক শহর বানানোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন জয়ললিতা। মাদ্রাজ মেডিক্যাল কলেজে ন্যাশলান ইনস্টিটিউট অফ এজিং তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এমডিএমকে ভাইকোও মোদী সরকারের বাজেটের প্রশংসা করেছেন। তাঁর মতে বাজেট ২০১৪-এ দিশা রয়েছে এবং উন্নয়নধর্মী বাজেট পেশ করেছেন অরুণ জেটলি। সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনও অতিরিক্ত করের কথাও বলা হয়নি।

English summary
Modi Govt's budget does miracle, gets praises from rivals Karunanidhi, Jayalalithaa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X