For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, রেমডেসিভিরের রপ্তানিতে নিষেধাজ্ঞা মোদী সরকারের

দেশ থেকে রেমডেসিভির (remdesivir) ইনজেকশন এবং এর কাঁচামালের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল মোদী (narendra modi) সরকার। দেশে এই মুহূর্তে করোনা (coronavirus) সংক্রমণ অতি দ্রুতগতিতে বাড়ছে। তাই পরিস্থিতি যতদিন না উন্নতি

  • |
Google Oneindia Bengali News

দেশ থেকে রেমডেসিভির (remdesivir) ইনজেকশন এবং এর কাঁচামালের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল মোদী (narendra modi) সরকার। দেশে এই মুহূর্তে করোনা (coronavirus) সংক্রমণ অতি দ্রুতগতিতে বাড়ছে। তাই পরিস্থিতি যতদিন না উন্নতি হচ্ছে, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।

দেশে সাতটি সংস্থা রেমডেসিভির তৈরি করে

দেশে সাতটি সংস্থা রেমডেসিভির তৈরি করে

রেমডেসিভির নিয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের চিকিৎসায় হাসপাতালগুলিতে রেমডেসিভির সহজেই পাওয়া যায়, সেই কারণে। এই মুহূর্তে দেশে সাতটি সংস্থার কাছে রেমডেসিভির তৈরির লাইসেন্স রয়েছে। এই সাতটি সংস্থা প্রতিমাসে প্রায় ৩.৯ মিলিয়ন ইউনিট রেমডেসিভির ইনজেকশন তৈরি করে থাকে।

বিভিন্ন হাসপাতালে রেমডেসিভিরের অভাব

বিভিন্ন হাসপাতালে রেমডেসিভিরের অভাব

দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতেই বিভিন্ন হাসপাতাল থেকে রেমডেসিভিরের অভাব সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। কেননা করোনার বিরুদ্ধে লড়াই করতে, যেসব রোগীর পরিস্থিতি জটিল, তাঁদের ক্ষেত্রে এটি একটি অন্যতম অ্যান্টি ভাইরাল ড্রাগ। এই ওষুধের সল্পতার কারণে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। কোনও কোনও জায়গায় আবার ওষুধ নিয়ে কালোবাজারির অভিযোগও ওঠে।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু অন্য সিদ্ধান্তের সঙ্গে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি এব্যাপারে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নিজেদের ওয়েবসাইটে তাদের স্টক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

নজরদারির নির্দেশ

নজরদারির নির্দেশ

সরকারি তরফে ড্রাগ ইনস্পেক্টর এবং অন্য অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, স্টক পরীক্ষা করে দেখতে। পাশাপাশি এই ওষুধ নিয়ে যাতে কোনওরকমের কালোবাজারি না হয় তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যগুলির স্বাস্থ্যসচিবদের কাছেও এব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে।

৪ দিনে রাজ্যে করোনা সংক্রমণ ২০০০-র বেশি! কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে ৬ জেলায় রোজ আক্রান্ত ২০০-র বেশি৪ দিনে রাজ্যে করোনা সংক্রমণ ২০০০-র বেশি! কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে ৬ জেলায় রোজ আক্রান্ত ২০০-র বেশি

English summary
Modi Govt bans export of remdesivir due to rising cases of Coronavirus in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X