For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের মহাকাশ গবেষণা নিয়ে 'ঐতিহাসিক' সিদ্ধান্ত! মোদী সরকার নিয়ে ফেলল বড় পদক্ষেপ

ভারতের মহাকাশ গবেষণা নিয়ে 'ঐতিহাসিক' সিদ্ধান্ত! মোদী সরকার নিয়ে ফেলল বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর নেতৃত্বে একাধিক সাফল্য দেখেছে ১৩০ কোটির দেশ। চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন এদেশকে দেখিয়েছে ইসরো-ই। এবার সেই ইসরো-কে সঙ্গে নিয়েই মহাকাশ গবেষণায় বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

 মোদী মন্ত্রিসভার সিদ্ধান্ত

মোদী মন্ত্রিসভার সিদ্ধান্ত

এদিন মোদী মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে, এবার থেকে ভারতের মহাকাশ গবেষণায় ইসরো নেতৃত্বে থাকবে। তবে 'স্পেস' সেক্টর বা মহাকাশ সংক্রান্ত বিষয়ে এবার প্রাইভেট সংস্থাকে প্রবেশ করার অনুমতি দিতে চলেছে সরকার। তবে এক্ষেত্রে সরকারি 'গাইডলাইন' সঙ্গে নিয়েই 'স্পেস পরিকাঠামো' নিয়ে কাজ করতে পারবে প্রাইভেট সংস্থাগুলি।

'ঐতিহাসিক' সিদ্ধান্ত!

'ঐতিহাসিক' সিদ্ধান্ত!

এদিন মোদী সরকারের মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। 'অ্যাটোমিক এনার্জি ও স্পেস' বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মোদী মন্ত্রিসভা এদিন ,ন্যাশনাল স্পেস প্রোমোশন অথরাইজেশন সেন্টরের অনুমতি দিয়েছে। আর ইসরো-র নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই সেন্টার মহাকাশ সংক্রান্ত গবেষণা এগিয়ে নিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

'স্পেস' নিয়ে নয়া ভাবনা

'স্পেস' নিয়ে নয়া ভাবনা

মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে ক'টি পরিকাঠামোগত দিক এখনও উদ্ভাবন হয়নি, সেই দিকগুলি উদ্ভাবন করা নিয়ে এই পদক্ষেপ এগিয়েছে বলে জানিয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য জিতেন্দ্র সিং। এক্ষেত্রে 'নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড' নামক সংস্থা মহাকাশ বিষয়ক ক্ষেত্রে পরিকাঠামো গঠনে সাহায্য করবে।

বড় সুযোগ বেসরকারি সংস্থার কাছে!

বড় সুযোগ বেসরকারি সংস্থার কাছে!

এদিন এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের জেরে বেসরকারি সংস্থার কাছে বড়সড় সুযোগের দরজা খুলে গিয়েছে। দেশের মহাকাশ ভাবনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে এর থেকে বড় সুযোগ বেসরকারি সংস্থাগুলির কাছে আর কিছু হতে পারে না, বলে মন্তব্য করেন তিনি।

করোনা চিকিৎসা: ৫০০০ টাকায় বাজারে আসতে শুরু করছে একাধিক 'ড্রাগ'! আশার আলো দেখছে দেশ করোনা চিকিৎসা: ৫০০০ টাকায় বাজারে আসতে শুরু করছে একাধিক 'ড্রাগ'! আশার আলো দেখছে দেশ

English summary
Modi government unlocks space sector to private players with guidence from centre,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X