For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতেই বাজেট, আর কী কী পরিবর্তন আনছে মোদী সরকার

২০১৮-তে অর্থবর্ষের কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থবর্ষ পরিবর্তন না করা হলেও সংসদে বাজেট পেশের দিন সম্ভবত এগিয়ে আনতে চলেছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

২০১৮-তে অর্থবর্ষের কোনও পরিবর্তন হচ্ছে না। ২১ জুলাই লোকসভায় প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, অর্থবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর করার কথা চিন্তা ভাবনা করছে সরকার। তবে এই বছরে অর্থবর্ষ পরিবর্তন না করা হলেও সংসদে বাজেট পেশের দিন সম্ভবত এগিয়ে আনতে চলেছে সরকার।

নতুন বছরের শুরুতেই বাজেট, আর কী কী পরিবর্তন আনছে মোদী সরকার

২০১৭-তে সংসদে বাজেট পেশ করা হয়েছিল ১ ফেব্রুয়ারি। এখনও আমাদেশ দেশে প্রায় ১৫০ বছরের পুরনো নিয়মে অর্থবর্ষ অনুসরণ করা হয়। অর্থবর্ষের হিসেব হয় এপ্রিল থেকে মার্চ।

পদস্থ এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ২০১৮-১৯ সালে অর্থবর্ষের পরিবর্তন সম্ভবত হচ্ছে না। জানুয়ারি থেকে অর্থবর্ষ শুরু করতে হলে তার কাজ শুরু করতে হবে অক্টোবরের শুরু কিংবা নভেম্বরের শুরুতে। যেটা শুরু করা এককথায় অসম্ভব।

নতুন বছরের শুরুতেই বাজেট, আর কী কী পরিবর্তন আনছে মোদী সরকার

তবে অর্থবর্ষের পরিবর্তন সম্ভব না হলেও, বাজেট পেশের দিন সম্ভবত আরও দিন পনেরো এগিয়ে আসতে চলেছে। এবছরে বাজেট পেশ হয়েছিল ১ ফেব্রুয়ারি। সামনের বছরে বাজেট পেশ হতে পারে জানুয়ারি মাঝামাঝি নাগাদ।

English summary
modi government unlikely to change financial year from next year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X