For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখ রাঙাচ্ছে করোনা, কোভিডের বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

চোখ রাঙাচ্ছে করোনা, কোভিডের বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Google Oneindia Bengali News

চিনে বাড়ছে করোনা। ভারতেও শঙ্কার মেঘ। তারমধ্যেই কোভিডের বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র। মোদী সরকার জানিয়েছে এখনই করোনার বুস্টার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন নেই। আগে প্রথম ডোজটা সকলের নেওয়া হোক। তারপরে বুস্টার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ভবা হবে। এদিকে ভারত বায়োটেকের নতুন ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র।

করোনা বাড়ছে চিনে

করোনা বাড়ছে চিনে

করোনা ভাইরাসের সংক্রমণ অনিয়ন্ত্রি হয়ে পড়েছে চিনে। প্রায় প্রতিঘরেই করোনা আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি। হাসপাতালে জায়গা নেই অধিকাংশ রোগীর। সাংহাইয়ে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে বেজিং। এদিকে আবার জিনপিং সরকারের জিরো কোভিড নীতির জেরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে চিনের একাধিক জায়গায়। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে চিন। করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না জিনপিং সরকার।

করোনার ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন

করোনার ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন

চিনে করোনা বাড়তেই সতর্ক ভারত। ইতিমধ্যেই ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। তার দামও বেঁধে দিয়েছে মোদী সরকার। সরকারি এবং বেসরকারি সব হাসপাতালেই পাওয়া যাচ্ছে করোনার ন্যাজাল ভ্যাকসিন। ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন কোভ্যাকসিন এবং কোিভশিল্ডের ২টি ডোজ নেওয়া যেকেউ। ১৮ বছরের উর্ধ্বে থাকতে হবে বয়স। তবেই তাঁরা এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন।

বুস্টার টিকার দ্বিতীয় ডোজ এখনই নয়

বুস্টার টিকার দ্বিতীয় ডোজ এখনই নয়

করোনা সংক্রমণ চোখ রাঙানি শুরু করতেই করোনার বুস্টার ডোজ নিয়ে তৎপর হয়েছেন সাধারণ মানুষ। অনেকেউ করোনার বুস্টার ডোজ নিয়ে ফেলেছেন। তাঁদের ক্ষেত্রে এখনই করোনার বুস্টার টিকার দ্বিতীয় ডোজ জরুরি নয় বলে জানিয়েছে কেন্দ্র। আগে সকরে বুস্টার টিকার প্রথম ডোজ নিশ্চিত করুন। তারপরে বুস্টার টিকার দ্বিতীয় ডোজ নেবেন বলে জানিয়েছে মোদী সরকার। করোনা চতুর্থ ওয়েভ রুখতে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার উপরেই জোর দিয়েছে মোদী সরকার।

সব রাজ্যকে সতর্কীকরণ

সব রাজ্যকে সতর্কীকরণ

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এক্স বিবি দাপিয়ে বেড়াচ্ছে চিন। জানুয়ারি মাসের মাঝামাঝি করোনায় ১০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। ভারতের ক্ষেত্রে আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। অনেকেই দাবি করেছেন ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। কাজেই একে হালকা ভাবে নিলে হবে না। আগে থেকেই তাই দেশে সতর্কতা জারি করা হয়েছে। দেশের সব হাসপাতালে মক ড্রিল হয়ে গিয়েছে। সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখতে বলা হয়েছে।

পৃথিবী প্রবেশ করছে নতুন কক্ষপথে, তারপরই সূর্যের আগুনে ছবি শেয়ার নাসারপৃথিবী প্রবেশ করছে নতুন কক্ষপথে, তারপরই সূর্যের আগুনে ছবি শেয়ার নাসার

English summary
Modi government said there is no neet to take second dose of Covid Booster dose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X