For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৪৮ মাস বনাম ৪৮ বছর', জেনে নিন চতুর্থ বর্ষপুর্তিতে, 'ভরসাপূর্তি'র কী উদ্যোগ নিচ্ছে মোদী সরকার

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ২০১৯ সালের কথা মাথায় রেখে মোদী সরকার তাদের চতুর্থ বর্ষপূর্তির প্রস্তুতি নিচ্ছে।

Google Oneindia Bengali News

'৪৮ মাস বনাম ৪৮ বছর', এটাই হবে থীম। এ মাসের ২৬ তারিখেই এনডিএ সরকারের ৪ বছর পূর্ণ হচ্ছে। আর সেই দিন থেকেই শুরু হবে ২০১৯-এ ফিরে আসার প্রচেষ্টা, শুরু হয়ে যাবে প্রচার। আর সেই প্রচারের মুল সূরটাই হল গান্ধি পরিবারের ৪৮ বছরের শাসনের প্রেক্ষিতে বিজেপি সরকারের ৪৮ মাসের শাসনের সাফল্যকে তুলে ধরা। বিজেপির একটি সূত্র এমনটাই জানিয়েছে।

৪৮ মাস বনাম ৪৮ বছর

নিজেদের সাফল্যকে তুলে ধরতে কী কী ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার? প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে মূল জোরটা থাকবে কর্মসংস্থানের ওপর। হাতে হাতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন মোদী। গত চার বছরে তিনি যে সেই কথা রেখেছেন, তার প্রমাণ দিতে ইতিমধ্যেই সরকারের প্রতিটি মন্ত্রককে প্রতিবেদন তৈরী করতে নির্দেষ হয়েছে। বলে হয়েছে এই চার বছরে যা যা প্রকল্প, যা যা কর্মসূচী নেওয়া হয়েছে এবং তার ফলে যত কর্মসংস্থান হয়েছে তা সবটা বিশদে জানাতে হবে ওই রিপোর্টে।

প্রচারের আরেকটি যে বিষয় গুরুত্ব পাবে, তা হল দুর্নীতিহীন প্রশাসন। আগের ইউপিএ সরকার যেভাবে দুর্নীতি সামাল দিতে গিয়ে নাকানি চোবানি খেয়েছিল, তার পাশে, ৪ বছরে মোদী সরকারের নিষ্কলুষ ভাবমূর্তিকে তুলে ধরা হবে।

এর পাশে 'বিদ্যুত-সড়ক-পানি'-র চিরাচরিত উন্নয়ন কাহিনীও থাকবে। তুলে ধরা হবে মোদী সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পও। দেখানো হবে, দারীদ্র সীমার নিচে থাকা মহিলারা এই প্রকল্পে কীভাবে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেয়ে উপকৃত হচ্ছেন।

প্রচারের লক্ষ্যে প্রতিটি মন্ত্রককে তাদের গত চার বছরের কাজ নিয়ে একটি করে ভিডিয়ো বানাতে বলা হয়েছে। দপ্তরের মন্ত্রীরা সেই ভিডিয়ো নিয়ে সারা ভারতে প্রচারে যাবেন। জায়গায় জায়গায় সাংবাদিক বৈঠক করে সাসব সাফল্যকে সাধারণ মানুষের কানে পাখি পড়ার মতো করে তুলে ধরবেন। তথ্য সম্প্রচার দপ্তরের সচিব এন কে সিনহা জানিয়েছেন এর পাশাপাশি সমস্ত দপ্তর থেকে পাওয়া তথ্য একত্রিত করে একটি বড় আকারের বুকলেট প্রকাশ করা হবে। প্রচারের বিষয়টি পরিচালনা করার জন্য রেল মন্ত্রী পিযুশ গয়ালের নেতৃত্বে, পেট্রোলিয়াম মন্ত্রী পেট্রোলিয়াম ও দক্ষ উন্নয়ন ধর্মেন্দ্র প্রধান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি এবং গ্রামীন বিকাশ মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

English summary
A BJP source claims that preparation is going on to celebrate fouth anniversary of Modi govt is with eye on 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X