For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ সাংসদ ক্ষমা চাইলে সাসপেনশন প্রত্যাহার! মঙ্গলবার যে সব ইস্যুতে উত্তাল হবে সংসদ

সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন বিক্ষোভ প্রদর্শনের জন্য ১২ জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করে সরকার।

  • |
Google Oneindia Bengali News

সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন বিক্ষোভ প্রদর্শনের জন্য ১২ জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করে সরকার। তবে সংসদ সদস্যরা যদি ক্ষমা চান তবে সাসপেনশন প্রত্যাহারের ব্যাপারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এই অবস্থায় সংসদ আরও উত্তাল হওয়ার আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার।

১২ সাংসদ ক্ষমা চাইলে সাসপেনশন প্রত্যাহার

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী মঙ্গলবার টুইট করে জানান, সরকার এই অধিবেশনে হাউসে অনেক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। ফলে বিরোধীদের সঙ্গে একটি সুস্থ আলোচনার প্রয়োজন। ফলে বিরোধীপক্ষের তরফে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে।

তিনি বলেন, "হাউসের মর্যাদা বজায় রাখার জন্য, সরকার পক্ষ বাধ্যতামূলকভাবে স্থগিতাদেশের এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল। তবে এই ১২ জন সংসদ সদস্য যদি তাদের অসদাচরণের জন্য স্পিকার এবং হাউসের কাছে ক্ষমা চান, তবে সরকার তাদের প্রস্তাব বিবেচনা করতেও প্রস্তুত। তিনি খোলা চিঠি লিখেছেন বিরোধী সাংসদদের প্রতি।

প্রহ্লাদ যোশী বলেন, সরকার নিয়ম অনুসারে প্রতিটি বিষয়ে বিতর্ক করতে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আগামীকাল থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করা হবে। আমি আবারও সব পক্ষের কাছে আবেদন জানাই, হাউসে কাজ করতে এবং হাউস ফলপ্রসূ করতে সহায়তা করুন। এই সমস্ত বিল নিয়ে সুস্থ আলোচনা হোক সংসদে।

সোমবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ ১২ জন রাজ্যসভার সাংসদকে আগস্টে সংসদে হট্টগোলের জন্য পুরো অধিবেশন থেকে সাসপেনশন করা হয়। পেগাসাস কেলেঙ্কারি নিয়ে বিরোধী সাংসদরা এবং সরকার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বর্ষাকালীন অধিবেশনে।

সাধারণ বীমা ব্যবসা (জাতীয়করণ) সংশোধনী বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই হাউস উত্তাল হয়ে ওঠে। এটি একটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি ছিল। মহিলা বিরোধী সাংসদরা অভিযোগ করেন, তারা হাউস মার্শালদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন। সরকার পক্ষ অবশ্য তা অস্বীকার করে। জানায়, মার্শালদের উপরই হামলা হয়েছে।

সাসপেনশনের প্রস্তাবে বলা হয়েছে, সাংসদরা স্বেচ্ছায় অসদাচরণ, অবমাননাকর, হিংসাত্মক এবং নিরাপত্তা কর্মীদের উপর ইচ্ছাকৃত আক্রমণের নজিরবিহীন কাজ করেছেন। এর আগে যোশী বলেছিলেন, সমস্ত ক্লিপিংগুলি সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ। কারণ তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে এটি রেখেছেন। এই পদক্ষেপ নেওয়ার সংগত কারণ ছিল এবং চেয়ারম্যান সেইমতোই ব্যবস্থা নিয়েছেন।

English summary
Modi Government on suspension row if MPs apologies then we can review.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X