For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজার টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সংসদে মুখ খুলল কেন্দ্র

২হাজার টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সংসদে মুখ খুলল কেন্দ্র

Google Oneindia Bengali News

কোনওভাবেই বাতিল করা হবে না ২০০০ টাকার নোট। মঙ্গলবার রাজ্যসভআয় একথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রকের রাজ্যমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সংসদে দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট করে দেন যে সরকার এই মুহূর্তে ২০০০ টাকার নোট বাতিল করা নিয়ে কোনও চিন্তা ভাবনা করছে না।

হিসাব বহির্ভূত আয় লকোনোর মাধ্যম ২০০০ টাকার নোট

হিসাব বহির্ভূত আয় লকোনোর মাধ্যম ২০০০ টাকার নোট

হিসাব বহির্ভূত আয় লকোনোর এক বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ২০০০ টাকার নোট। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এক সরকারি নথিতে। আয়কর বিভাগের সদ্য প্রকাশিত এক রিপোর্টে দেখা গিয়েছে যে চলতি আর্থিক বর্ষে বাজেয়াপ্ত হওয়া হিসাব বহির্ভূত আয়ের পরিমাণের ৬০ শতাংশেরও বেশি অর্থ ২০০০ টাকার নোটের রূপে ছিল।

রাজ্যসভায় নিজে এই তথ্য জানান অর্থমন্ত্রী

রাজ্যসভায় নিজে এই তথ্য জানান অর্থমন্ত্রী

এর আগে রাজ্যসভায় হিসাব বহির্ভূত আয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, পাঁচ কোটি টাকার বেশি অর্থ যত জায়গা থেকে বাজেয়াপ্ত হয়েছে দেখা গিয়েছে সেখানে ২০০০ টাকার নোটের রূপে ৬৭.৯১ শতাংশ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এই পরিসংখ্যানটি ২০১৭-১৮ আর্থিক বর্ষের। পরবর্তী দুই বছরে এই সংখ্যাটি কম হলেও অনেকটাই। ২০১৮-২৯ আর্থিক বর্ষে মোট বাজেয়াপ্ত টাকার ৬৫.৯৩ শতাংশ ২০০০ টাকার নোট, চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত এটি ৪৩.২২ শতাংশ।

২হাজার টাকার নোট বাতিলের পক্ষে সওয়াল

২হাজার টাকার নোট বাতিলের পক্ষে সওয়াল

২০১৬ সালের ৮ নভেম্বর সেই সময়ের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। এরপর ২০০০ টাকার নোট বাজারে ছাড়ে সরকার। তবে নোট বাতিলের ৩ বছর পূর্ণ হতেই বিরোধীরা এই বিষয়ে সরব হতে থাকেন। এই সুর আরও চড়ে যখন প্রাক্তন অর্থনৈতিক সচিব এসসি গর্গ এই বিষয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, "বিপুল সংখ্যার ২০০০ টাকার নোট আসলে বাজারে নেই। সেগুলিকে গোপনে মজুত করে রাখআ হয়েছে।" এরপর তিনি ২০০০ টাকার নোট বাতিলের পক্ষে সওয়াল করেন।

কমানো হয় ২হাজার টাকার নোট ছাপা

কমানো হয় ২হাজার টাকার নোট ছাপা

এদিকে ২০০০ টাকার নোট মজুত করে রাখার বিষয়টি সামনে আসতেই সরকারের তরফে ২০০০ টাকার নোট ছাপা কমানো হয়েছে। এর জেরে অনুমান করা হচ্ছে যে হয়ত ২০০০ টাকার নোট বাতিল করতে চলেছে সরকার।

১৬ ডিসেম্বর নির্ভয়া গণধর্ষণের অভিশপ্ত দিনেই কি দোষীদের ফাঁসি! তিহার জেল সূত্রে কোন ইঙ্গিত১৬ ডিসেম্বর নির্ভয়া গণধর্ষণের অভিশপ্ত দিনেই কি দোষীদের ফাঁসি! তিহার জেল সূত্রে কোন ইঙ্গিত

English summary
modi government not planning to ban 2000 rupees note said minister in rajyasabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X