For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০ : আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে নরেন্দ্র মোদী সরকার

কেন্দ্রীয় বাজেট ২০২০: আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে মোদী সরকার

Google Oneindia Bengali News

আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে সবচেয়ে বেশি যেটা আগ্রহের বিষয় থাকে সেটা করছাড়। মনে করা হচ্ছে এই মন্দার বাজারেও আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে মোদী সরকার।

কর ছাড়ে সুখবর

কর ছাড়ে সুখবর

৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়করের প্রস্তাবের সম্ভাবনা শোনা যাচ্ছে। আর ৭ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হতে পারে। এতোদিন সাত লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ হারে আয়কর দিতে হত। সেই ধাপ কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। ২০১৯ সালের অন্তর্বর্তী বােজটে ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করছাড়ের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। এই নিয়ে সমালোচনাও কম হয়নি। ভোট হাতে রাখতেই মোদী সরকারের এই ঘোষণা বলে আক্রমণ করেছিল বিরোধীরা।

গত বাজেটে করছাড়

গত বাজেটে করছাড়

গত বাজেটে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর ২০ শতাংশ কর আরোপ করেছিল মোদী সরকার। ২০ লাখ থেকে ১ কোটি টাকা বার্ষিক আয়ে ৩০ শতাংশ আয়কর আরোপ করা হয়েছিল। এই নিয়েও সমালোচনা কম হয়নি। বিপুল পরিমান আয়ের উপ নগন্য কর আরোপ করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা।

আর্থিক মন্দা

আর্থিক মন্দা

দেশের যা আর্থিক অবস্থা তাতে কর ছাড়ে খুব বেশি সুবিধা মোদী সরকার দিতে পারবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যেই মোদী ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন। নির্মলা সীতারামনও বৈঠক করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টের পর মোদীর বাজেট নিয়ে আরও উদ্বেগ এবং আগ্রহ বাড়ছে দেশে।

কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, জবাব দিল ভারতকাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, জবাব দিল ভারত

English summary
Modi government may decrese tax rate on 7Laks income slab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X